TRENDING:

Viral News | Money: দিন মজুরের অ্যাকাউন্টে হঠাৎ ঢুকল ১০০ কোটি টাকা! ভয়ে যা করলেন ব্যক্তি! বিরাট চমক

Last Updated:

Viral News | Money: খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্তে ১০০ কোটি! কী ঘটল জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেগঙ্গা :   দিনমজুরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা। পুলিশ সাইবার ক্রাইম ব্রাঞ্চের নোটিশ পেয়ে ঘুম উড়েছে ওই দিনমজুর ও তার পরিবারের লোকজনদের। উত্তর ২৪ পরগনা দেগঙ্গা থানার বাসুদেবপুর গ্রামের ঘটনা। পুলিশের নোটিশ পেয়ে কার্যত দিশেহারা নাসিরুল্লাহ নামে ওই দিনমজুর।
advertisement

গত বৃহস্পতিবার দেগঙ্গা থানা থেকে একটি নোটিশ দেওয়া হয় দিনমজুর নাসিরুল্লাহকে। যে নোটিশে লেখা আছে জঙ্গিপুর জেলা পুলিশের অধীন রঘুনাথগঞ্জ থানায় নাসরুল্লাহর নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে কি অভিযোগ তা নোটিসে লেখা নেই। আগামী ৩০ তারিখ সমস্ত কাগজপত্র নিয়ে থানায় দেখা করার কথা বলা হয়েছে নাসিরুল্লাহকে। নোটিশ পাওয়ার পর কার্যত রাতের ঘুম উবে গিয়েছে তার। খোঁজখবর নিয়ে নাসিরুল্লাহ জানতে পারে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো কোটি টাকা ঢুকেছে। গুগল পে অ্যাকাউন্টে  ১০০ কোটি টাকার ব্যালেন্স দেখাচ্ছে।

advertisement

আরও পড়ুন:  ধেয়ে এল পোষ্য কুকুর! ভয়ে তিন তলা থেকে ঝাঁপ ডেলিভারি বয়ের! তারপর? জানলে শিউরে উঠবেন!

আরও পড়ুন:

তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা জমা হয়েছে জানার পরেই মঙ্গলবার ব্যাঙ্কে যান নাসিরুল্লাহ। তার দাবি ব্যাঙ্ক ম্যানেজার অ্যাকাউন্ট চেক করার পর বলেন তার অ্যাকাউন্টে মাত্র ১৭ টাকা আছে। তবে তবে গুগল পেতে তার অ্যাকাউন্টে কেন ১০০ কটি টাকা ব্যালেন্স দেখাচ্ছে জানতে চাইলে ব্যাঙ্ক ম্যানেজার ফের তার অ্যাকাউন্ট চেক করেন। দেখা যায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লক করে দেয়া হয়েছে। এ ব্যাপারে আর কোন তথ্য দেওয়া যাবে না। নাসির উল্লাহ বলেন ওই টাকা আমার নয়। ভুল করে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমি চাই অবিলম্বে আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা সরিয়ে নেওয়া হোক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জিয়াউল আলম

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News | Money: দিন মজুরের অ্যাকাউন্টে হঠাৎ ঢুকল ১০০ কোটি টাকা! ভয়ে যা করলেন ব্যক্তি! বিরাট চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল