দীর্ঘক্ষণ এই দুই বালকের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন প্রান্তে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে বিকেল নাগাদ পুকুর থেকে উদ্ধার হয় তাদের নিথর দেহ। এরপর পরিবারের সদস্যরা হাসপাতালে না নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ ধরে পুকুরে নানা ধরনের ঝাড়ফুঁক তুকতাক করতে থাকেন। মাথায় করে দেহ দুটিকে নিয়ে ঘুরতে থাকেন পুকুরের চারপাশে। বাঁশ দিয়ে পুকুরের জল পেটাতে থাকেন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদেরকেও দেহ দুটি উদ্ধার করতে বাধা দেন পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে দেহ দুটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
উদ্ধার হওয়ার পর হাসপাতালে না এনে কেন দীর্ঘক্ষণ পুকুরে ঐ নাবালকদের নিয়ে তুকতাক করা হল কেন? কেন চলল ঝাড়ফুঁক? তা নিয়ে প্রশ্ন উঠেছে।