TRENDING:

Bishnupur Bike Accident: দু দিন আগেই সতর্ক করেছিল থানা, তবু কমেনি বাইকের গতি! বিষ্ণুপুরে মর্মান্তিক দুর্ঘটনার বলি দুই বন্ধু

Last Updated:

বিষ্ণুপুরের ধারাপাট গ্রামের বাসিন্দা আকাশ অত্যন্ত দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতেন বলে অভিযোগ৷ দু তিন দিন আগে বিষ্ণুপুর থানার পুলিশ দ্রুত গতিতে বাইক না চালানোর জন্য আকাশ এবং তাঁর পরিবারকে সতর্কও করেছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেবব্রত মণ্ডল, বিষ্ণপুর: দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর জন্য দু তিন দিন আগেই সতর্ক করেছিল পুলিশ৷ তার পরেও বেপরোয়া গতিতে মোটরসাইকলে চালানো বন্ধ করেনি বিষ্ণুপুরের বাসিন্দা আকাশ বাউরি নামে এক যুবক৷ রবিবার সন্ধ্যায় সেই মোটরসাইকেল দুর্ঘটনাতেই মৃত্যু হল আকাশের৷ মৃত্যু হয়েছে বাইকে থাকা ওই যুবকের এক বন্ধুরও৷ ঘটনাচক্রে এই দুর্ঘটনায় মৃত দুই যুবকের নামই আকাশ বাউরি৷
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

রবিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণপুরের দ্বারিকা গ্রামে৷ একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু আকাশ বাউরি (২৫) নামে এক যুবকের৷ বাইকে থাকা আকাশ বাউরি (১৯) নামে আরও এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়৷ এ দিন সকালে তাঁরও মৃত্যু হয়৷

আরও পড়ুন:

advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরিটি বিষ্ণুপুর থেকে রাধানগরের দিকে যাচ্ছিল৷ উল্টো দিক থেকে বিষ্ণুপুরের দিকে আসছিল মোটরসাইকেলটি৷ মোটরসাইকেল চালাচ্ছিলেন ২৫ বছর বয়সি আকাশ৷ দ্বারিকা গ্রামের কাছে লরি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুর্ঘটনার অভিঘাতে ভেঙে গুঁড়িয়ে যায় মোটরসাইকেলটি৷ রাস্তার উপরে ছিটকে পড়েন দুই যুবক৷ তাঁদেরকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হলে বাইক চালক আকাশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ বাইকের পিছনের আসনে থাকা আকাশ বাউরি (১৯) আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বিষ্ণুপুরের ধারাপাট গ্রামের বাসিন্দা আকাশ অত্যন্ত দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতেন বলে অভিযোগ৷ দু তিন দিন আগে বিষ্ণুপুর থানার পুলিশ দ্রুত গতিতে বাইক না চালানোর জন্য আকাশ এবং তাঁর পরিবারকে সতর্কও করেছিল৷ তার পরেও সেই পরামর্শ সম্ভবত কানে তোলেননি ওই যুবক৷ দুর্ঘটনায় মৃত দ্বিতীয় যুবকের বাড়ি ওন্দা থানা এলাকায়৷ দুই বন্ধুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bishnupur Bike Accident: দু দিন আগেই সতর্ক করেছিল থানা, তবু কমেনি বাইকের গতি! বিষ্ণুপুরে মর্মান্তিক দুর্ঘটনার বলি দুই বন্ধু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল