আরও পড়ুন-কিডনি ‘fail’-এর সংকেত! ‘এই’ লক্ষণগুলো শরীরে এলেই সতর্ক হন, ফেলে রাখলেই সব শেষ…!
পুলিশ সূত্রে জানা যায়, টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাট থেকে উদ্ধার যুবতী পারুলিয়া কোস্টাল থানার কালিতলা মুড়াগাছা এলাকার বাসিন্দা খতেজা বিবি। বর্তমানে মগরাহাট থানার রাধানগর পৈলান পাড়াতে থাকতেন। কলকাতাতে পরিচারিকার কাজ করতেন বলে জানা যায়। খতেজা বিবির স্বামী জাহাঙ্গীর। বর্তমানে স্বামীর সাথে থাকতেন না তিনি। আটক হওয়া ব্যক্তি আতিয়ার রহমান লস্কর খতেজা বিবির সম্পর্কে জামাইবাবু।
advertisement
আরও পড়ুন- সস্তার এই ‘পাতা’র হাজার গুণ! মোমের মতো চর্বি গলে, পালায় ক্যানসার! দূরে থাকে ‘স্ট্রেস’
ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধান, মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত। মৃত্যু নিশ্চিত করতে শ্বাস রোধ করা হয়, যার জেরে মৃত্যু। মৃত্যুর পর গলা কাটা হয়। প্রাথমিক ভাবে মেয়েটির পরিচিতি পেয়েছে পুলিশ। বিশেষ তদন্তকারী দল গড়েছে কলকাতা পুলিশ।