TRENDING:

চিকেন নয়-চাই মাটন! দিদিকে বলোতে অদ্ভুত আবদার তৃণমূল কর্মীদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব মেদিনীপুর:  দিদিকে বলো কর্মসূচি। জনতার দরবার। এবার সেখানেই দলীয় কর্মসূচিতে মেনু বদলের আবদার তৃণমূল কর্মীদের। চিকেন নয়। চাই মাটন। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের লক্ষায় এমনই অদ্ভুত দাবির সামনে পড়তে হল নেতাদের। সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য দিদিকে বলো। হেল্পলাইন নম্বরে ফোন করে জানালেই চটজলদি সমাধান। মহিষাদলের লক্ষার বাসুলি মন্দির মাঠে বসেছিল দরবার।
advertisement

কর্মসূচি শেষে পর ছিল এলাহি খাওয়া দাওয়ার আয়োজন। ভাত-ডাল-তরকারি-মুরগির মাংস ও মিষ্টি। সবাই খেলেনও পাত পেড়ে। আর তখনই উঠল আবদার। চিকেন নয়। স্বাদ বদলাতে এবার মাটন চাই। আর যেন ভাল লাগছে না। কর্মীদের আবদার কানে গিয়েছে স্থানীয় নেতৃত্বের। কর্মীরাই তো সব। তাদের জন্যই তো এতকিছু। মেনু বদলের প্রতিশ্রুতি দিলেন বুথ সভাপতি।

advertisement

আরও দেখুন কলকাতার তাপমাত্রা ছুঁল ১৮ ডিগ্রি, শীতের আমেজে মজে শহরবাসী

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

দিদিকে বলোতে জনতার আরজি শোনার জন্য। সেখানে যে কর্মীদের আজব আবদারের সামনে পড়তে হবে, সেটা বোধহয় ভাবেনি স্থানীয় নেতৃত্ব। এবার তাঁদের খুশ করার চ্যালেঞ্জ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চিকেন নয়-চাই মাটন! দিদিকে বলোতে অদ্ভুত আবদার তৃণমূল কর্মীদের