TRENDING:

এটাই শেষ ২১ জুলাই, এরপর বন্ধ হয়ে যাবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Last Updated:

বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারি, 'এটাই শেষবার হচ্ছে ২১ জুলাই। এরপর থেকে বন্ধ হয়ে যাবে। কারণ অন্যের কাছ থেকে শহিদ চুরি করে নিয়ে এসে টাকার জোরে এই প্রোগ্রাম করে গায়ের জোর দেখানো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: একুশে জুলাইয়ে তৃণমূলের সভা রাজ্যে বাড়ছে উত্তেজনার পারদ৷ ঘুর পথে সভা বানচাল করতে তৃণমূল কর্মীদেরই বাধা দেওয়ার পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর হুঁশিয়ারি, একুশে জুলাইয়ের সভায় আসা তৃণমূল নেতাদের আটকে টাকা আদায় করুন৷ মেদিনীপুরের শ্যাম সংঘ হলে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারি, এটাই শেষবার ২১ জুলাইয়ের সমাবেশ৷ এরপর বন্ধ হয়ে যাবে৷
advertisement

বাঁকুড়ার ওন্দায় একটি সভায় দিলীপ ঘোষের কথায়, 'টাকা না-দিলে সমাবেশে যেতে দেবেন না৷ তৃণমূল নেতাদের আটকে টাকা আদায় করুন৷ নেতারা কাটমানি নিলে সমাবেশেই আদায় করুন৷' দিলীপ ঘোষের বক্তব্যে তৈরি হয়েছে বিতর্ক৷

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারি, 'এটাই শেষবার হচ্ছে ২১ জুলাই। এরপর থেকে বন্ধ হয়ে যাবে। কারণ অন্যের কাছ থেকে শহিদ চুরি করে নিয়ে এসে টাকার জোরে এই প্রোগ্রাম করে গায়ের জোর দেখানো। বাংলার মানুষ এ সবের বিরুদ্ধে রায় দিয়েছে। কোমর ভেঙে গিয়েছে, সেই জন্য কালকেই দেখা যাবে তৃণমূল কোথায় আছে।' তাঁর বক্তব্য, হাইকোর্টকেও মানছে রাজ্য সরকার। ১৭টি পুরসভার নির্বাচন করতে দিচ্ছে না। যে বোর্ডগুলো ভেঙে যাচ্ছে, সে গুলোকে জোর করে চালাচ্ছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করছে। রাজ্যে গণতন্ত্রের চরম অবনতি ঘটছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এটাই শেষ ২১ জুলাই, এরপর বন্ধ হয়ে যাবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের