TRENDING:

লালগড়ে মর্মান্তিক মৃত্যু মহিলার ! পা দিয়ে মাথা থেঁতলে দেয় জঙ্গলি হাতি

Last Updated:

পা দিয়ে মহিলার মাথা থেঁতলে দেয় হাতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লালগড়: কে জানতো মৃত্যু এভাবেও আসতে পারে ! আসলে কার যে কখন কোথায় কীভাবে মৃত্যু হবে তা বোধহয় কেউ বলতে পারে না। যেমন ভাবতে পারেননি লালগড়ের এই মহিলা। সকালে ঘুম থেকে উঠে আজ ভোরে প্রাতক্রিয়া সারতে মাঠে যান মহিলা। আর সেখানেই ঘটে যায় বিপত্তি।
advertisement

মহিলা কিছু বুঝতে পারার আগেই তাঁকে এসে হামলা করে এক জঙ্গলি হাতি। হাতির একেবারে মুখোমুখি পড়ে গিয়েছিলেন ভাদু কালসার নামের এক মহিলা। পা দিয়ে মহিলার মাথা থেঁতলে দেয় হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লালগড়ে মর্মান্তিক মৃত্যু মহিলার ! পা দিয়ে মাথা থেঁতলে দেয় জঙ্গলি হাতি