TRENDING:

Sodepur: লাভ-লোকসান নয়, এই বিশেষ কারণেই দিঘার জগন্নাথ মন্দিরের গজা বানাচ্ছেন সোদপুরের মিষ্টি বিক্রেতা, কবে থেকে পাওয়া যাবে মহাপ্রসাদ?

Last Updated:

Sodepur: কোনও লাভ লোকসান না দেখেই দিঘা মন্দিরের গজা বানাচ্ছেন সোদপুরের মিষ্টি বিক্রেতা৷ নামের জন্য এই গজার বরাত নেওয়া,তবে গুনগত মান যাতে ঠিক থাকে!তার তদারকিতে পৌরপ্রধান নিজেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোদপুর: কোনও লাভ লোকসান না দেখেই দিঘা মন্দিরের গজা বানাচ্ছেন সোদপুরের মিষ্টি বিক্রেতা৷ নামের জন্য এই গজার বরাত নেওয়া,তবে গুনগত মান যাতে ঠিক থাকে!তার তদারকিতে পৌরপ্রধান নিজেই৷
*কঠোর নিরাপত্তার স্বার্থে প্রযুক্তির সব সবিধা নেওয়া হবে। এছাড়া মন্দির এলাকায় পার্কিং জোন তৈরি, পুরোনো জগন্নাথ মন্দির এলাকার বালিয়াড়িকে ঘিরে সৌন্দর্যায়ন করা হবে। শেষ হতে চলা মন্দির নির্মাণের কাজ, দুটি সমুদ্রঘাট নির্মাণ সহ প্রকল্পের যাবতীয় কাজ ঘুরে দেখেন পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা।
*কঠোর নিরাপত্তার স্বার্থে প্রযুক্তির সব সবিধা নেওয়া হবে। এছাড়া মন্দির এলাকায় পার্কিং জোন তৈরি, পুরোনো জগন্নাথ মন্দির এলাকার বালিয়াড়িকে ঘিরে সৌন্দর্যায়ন করা হবে। শেষ হতে চলা মন্দির নির্মাণের কাজ, দুটি সমুদ্রঘাট নির্মাণ সহ প্রকল্পের যাবতীয় কাজ ঘুরে দেখেন পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা।
advertisement

দিঘার প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পৌছে যাবে পানিহাটি বিধানসভার সব বাড়ি বাড়ি। পানিহাটি পৌরসভার ৮ টি কেন্দ্র থেকে এই জগন্নাথ দেবের প্রসাদ বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে ৩৭৫০০ টি পরিবারে পৌছে যাবে এই প্রসাদ।

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! শনির বিরাট চালে ‘গোল্ডেন টাইম’ শুরু ৩ রাশির, উপচে পড়বে টাকা-ব্যাঙ্ক ব্যালেন্স, দিনে দ্বিগুণ রাতে চারগুণ উন্নতি! খুলবে পোড়া কপাল

advertisement

প্রতিটি প্যাকেট পিছু ২০ টাকা করে দিচ্ছে সরকার। আর এই টাকার মধ্যেই প্রতিটি প্যাকেট তৈরি করছে পানিহাটির প্রসিদ্ধ এক মিষ্টি দোকান বিক্রেতা। তবে লাভ কিনা লোকসান বিক্রেতা তা দেখছেন না।

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে গ্রহরাজ সূর্যের…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৫ রাশির কপালে ‘জ্যাকপট’, ভাসবেন টাকার সাগরে, যা ছোঁবেন তাই সোনা

advertisement

শুধু জগন্নাথ এর প্রসাদ বানিয়ে নাম হওয়ার উদ্দেশ্যেই এই প্রসাদ তৈরি করছেন বিক্রেতা। দিঘার জগন্নাথ মন্দির থেকে ৪ কেজি ক্ষীর ও প্যারার কাচামালের সঙ্গে মিশিয়ে সেই প্রসাদ তৈরী হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুবীর দে

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sodepur: লাভ-লোকসান নয়, এই বিশেষ কারণেই দিঘার জগন্নাথ মন্দিরের গজা বানাচ্ছেন সোদপুরের মিষ্টি বিক্রেতা, কবে থেকে পাওয়া যাবে মহাপ্রসাদ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল