দিঘার প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পৌছে যাবে পানিহাটি বিধানসভার সব বাড়ি বাড়ি। পানিহাটি পৌরসভার ৮ টি কেন্দ্র থেকে এই জগন্নাথ দেবের প্রসাদ বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে ৩৭৫০০ টি পরিবারে পৌছে যাবে এই প্রসাদ।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! শনির বিরাট চালে ‘গোল্ডেন টাইম’ শুরু ৩ রাশির, উপচে পড়বে টাকা-ব্যাঙ্ক ব্যালেন্স, দিনে দ্বিগুণ রাতে চারগুণ উন্নতি! খুলবে পোড়া কপাল
advertisement
প্রতিটি প্যাকেট পিছু ২০ টাকা করে দিচ্ছে সরকার। আর এই টাকার মধ্যেই প্রতিটি প্যাকেট তৈরি করছে পানিহাটির প্রসিদ্ধ এক মিষ্টি দোকান বিক্রেতা। তবে লাভ কিনা লোকসান বিক্রেতা তা দেখছেন না।
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে গ্রহরাজ সূর্যের…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৫ রাশির কপালে ‘জ্যাকপট’, ভাসবেন টাকার সাগরে, যা ছোঁবেন তাই সোনা
শুধু জগন্নাথ এর প্রসাদ বানিয়ে নাম হওয়ার উদ্দেশ্যেই এই প্রসাদ তৈরি করছেন বিক্রেতা। দিঘার জগন্নাথ মন্দির থেকে ৪ কেজি ক্ষীর ও প্যারার কাচামালের সঙ্গে মিশিয়ে সেই প্রসাদ তৈরী হচ্ছে।
সুবীর দে