TRENDING:

Nadia Sub Inspector Suspend: তোলা তুলতে গিয়ে ফেঁসে গেল পুলিশ, ভাইরাল ভিডিও দেখলেন এসপি!সাব ইন্সপেক্টরের কী শাস্তি?

Last Updated:

গত শনিবার ১২ নম্বর জাতীয় সড়কের উপরে বেথুয়াডহরি টোল প্লাজায় টহলদারির দায়িত্বে ছিলেন ওই সাব ইন্সপেক্টর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, কৃষ্ণনগর: পুলিশ দিবসেই গাড়ি থেকে তোলা তুলতে গিয়ে শাস্তি পেলেন এক পুলিশ অফিসার৷ সাসপেন্ড করা হল নদিয়ার নাকাশিপাড়া থানার এক সাব ইন্সপেক্টরকে৷ অভিযোগ নাকাশিপাড়ার বেথুয়াডহরি টোল প্লাজার উপরে গাড়ি থেকে টাকা তুলেছিলেন তিনি৷
সাসপেন্ড হওয়া সাব ইন্সপেক্টর প্রবীর প্রামাণিক৷ (ডান দিকে) পুলিশের টাকা তোলার ভাইরাল ভিডিও-র থেকে নেওয়া ছবি৷
সাসপেন্ড হওয়া সাব ইন্সপেক্টর প্রবীর প্রামাণিক৷ (ডান দিকে) পুলিশের টাকা তোলার ভাইরাল ভিডিও-র থেকে নেওয়া ছবি৷
advertisement

ঘটনাটি গত শনিবারের৷ অভিযুক্ত ওই সাব ইন্সপেক্টরের নাম প্রবীপ প্রামাণিক৷ তিনি নাকাশিপাড়া থানায় কর্মরত ছিলেন৷

অভিযোগ গত শনিবার ১২ নম্বর জাতীয় সড়কের উপরে বেথুয়াডহরি টোল প্লাজায় টহলদারির দায়িত্বে ছিলেন ওই সাব ইন্সপেক্টর৷ অভিযোগ, তখনই বিভিন্ন মালবাহী গাড়ির থেকে টাকা নিচ্ছিলেন তিনি৷ ঘটনাস্থলে আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং অফিসারও ছিলেন৷ গাড়ি চালকদের অভিযোগ, জাতীয় সড়কের উপরে ওই জায়গায় নিয়মিত পুলিশকে টাকা দিতে হয়৷

advertisement

পুলিশ অফিসারের তোলা আদায়ের এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়৷ এই ভিডিও নজরে আসে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে-র৷ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ যেহেতু ওই টহলদারি দলের প্রধান ছিলেন সাব ইন্সপেক্টর প্রবীর প্রামাণিক, তাই প্রাথমিক ভাবে তাঁকে সাসপেন্ড করেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই ভিডিও নজরে আসতেই বিষয়টি নিয়ে খোঁজ খবর নিতে শুরু করেন পুলিশ সুপার৷ অভিযোগের সত্যতা মিলতেই ওই সাব ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয়৷ পাশাপাশি অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Sub Inspector Suspend: তোলা তুলতে গিয়ে ফেঁসে গেল পুলিশ, ভাইরাল ভিডিও দেখলেন এসপি!সাব ইন্সপেক্টরের কী শাস্তি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল