TRENDING:

SSC: উত্তরপ্রদেশ থেকে SSC পরীক্ষা দিতে বাংলায়! এ কার সঙ্গে দেখা হল পরীক্ষার্থীর! গঙ্গায় ডুব দেওয়ার পরই যা ঘটল, চোখ খুলেই দেখল, এ তো হাসপাতালে!

Last Updated:

SSC: বিভূতি এক্সপ্রেসে হাওড়া সেখান থেকে লোকাল ট্রেনে হুগলিতে নামেন শনিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

সোমনাথ ঘোষ, চুঁচুড়া: উত্তরপ্রদেশ থেকে এসএসসি পরীক্ষা দিতে এসে কেপমারের পাল্লায় এসএসসি পরীক্ষার্থী! উত্তরপ্রদেশের রামপুর গোপীগঞ্জ সন্ত রবিদাস নগরের বাসিন্দা আনন্দ কুমার বিন্দ। এসএসসি পরীক্ষা দিতে এসেছেন।

বিভূতি এক্সপ্রেসে হাওড়া সেখান থেকে লোকাল ট্রেনে হুগলিতে নামেন শনিবার। আনন্দের দাবি, স্টেশনে এক ব্যাক্তির সঙ্গে তার দেখা হয়। হোটেলে নিয়ে গিয়ে তাকে খাবার খাওয়ায় পর গঙ্গায় স্নান করাতে নিয়ে যায়। তারপর আবার স্টেশনে যান রাত কাটানোর জন্য। তারপর কী হয়েছে মনে নেই।

advertisement

আরও পড়ুন: রাতের অন্ধকারে সশস্ত্র গোষ্ঠীর ভয়ঙ্কর হামলা! পরপর গুলি, মুহূর্তে মৃত্যু ৬৩ জনের! চারিদিকে ছড়িয়ে পড়ে মৃতদেহ

কেউ হাসপাতালে ভর্তি করে দেয় তাকে। জ্ঞান ফিরলে দেখেন চুঁচুড়া হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল থেকে রবিবার হুগলি এইচইটিসি কলেজে পরীক্ষা দিতে আসেন তিনি।

মাথা ঘুরতে থাকায় পরীক্ষা কেন্দ্রের বাইরে বসে পড়েন। ইতিহাস বিষয়ে পরীক্ষা দেবেন আনন্দ। তার মোবাইল আর টাকা খোয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC: উত্তরপ্রদেশ থেকে SSC পরীক্ষা দিতে বাংলায়! এ কার সঙ্গে দেখা হল পরীক্ষার্থীর! গঙ্গায় ডুব দেওয়ার পরই যা ঘটল, চোখ খুলেই দেখল, এ তো হাসপাতালে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল