গ্রামের এক যুবক (অপরূপ বৈদ্য) প্রথমে ‘স্বপ্নাদেশে’ গাছের এই গুণাবলি সম্পর্কে জানতে পারেন বলে দাবি করেন। সেই থেকেই রোগ সারাতে এই ওষুধ ব্যবহারেই মেলে ফল। এরপর থেকেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তার এই বিশেষ গাছ ওষুধের কথা। কেউ কেউ বলছেন, এই গাছের ছোঁয়ায় তাঁদের বহুদিনের রোগও সেরে গিয়েছে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
জেলার পাশাপাশি রাজ্যের নানা প্রান্ত থেকে এখন মানুষজন চিকিৎসা পেতে হাজির হচ্ছেন এই ময়না গ্রামে। একেক দিন প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের ভিড় সামাল দিতে অতিষ্ঠ হয়ে উঠছেন স্থানীয় এলাকার মানুষজন। একপ্রকার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম স্থানীয় স্কুল।
ওষুধ পাওয়ার জন্য রাত জেগেও অনেকে অপেক্ষা করছেন বলে জানা গিয়েছে। ব্যাপক ভিড়কে কাজে লাগিয়ে স্থানীয় এলাকায় রীতিমতো বসে গিয়েছে দোকানপাটও। এখন তাই এই বিশেষ গাছ ওষুধের জন্যই, ময়না গ্রামে জমছে নানা ধরনের রোগীদের ভিড়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের দারস্থ হয়েছে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ।
Rudra Narayan Roy