বচসা ক্রমে বাড়তে থাকে। শুরু হয় হাতাহাতি। জানা যায়, এর পরই স্থানীয় যুবক জগাই, অরূপ ও ভুতো বাইক আরোহীদের আক্রমণ করে। বাইক আরোহী শুভঙ্কর মণ্ডলকে ছুরি দিয়ে কোপায় অভিযুক্ত স্থানীয় ৩ যুবক, এমনটাই জানিয়েছেন মৃত বাইক আরোহীর দুই সঙ্গী। শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।
advertisement
বারুইপুর থানার পুলিশ এসে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে আরও একজনকে আটক করেছে। রাতে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। যদিও অভিযুক্ত তিন যুবক পলাতক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পলাতক তিন যুবকের খোঁজে তল্লাশি চলছে। শুভঙ্কর মণ্ডলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ।