TRENDING:

রাস্তার বেহাল দশা! সাইকেল নিয়ে লরির চাকার সামনে পড়লেন যুবক, সকালে বাজার করতে গিয়ে আর ফেরা হল না বাড়ি

Last Updated:

লরির চাকায় পিষে মারা গেলেন বছর ২৪-এর যুবক। রাস্তা অবরোধ করে বিক্ষোভ কাঁকসার সিলামপুর এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁকসা, দুর্গাপুর, অর্পণ চক্রবর্তীঃ ফের পথের বলি। লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন এক যুবক। প্রতিদিনের মতো এদিনও বাজারে যাচ্ছিলেন ওই যুবক। কিন্তু বাজার করে আর বাড়ি ফেরা হল না তাঁর। ফিরল যুবকের নিথর দেহ। জানা যাচ্ছে, মৃত যুবকের নাম কৃষ্ণ বাউরি। বয়স ২৪। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার অন্তর্গত কাঁকসার সিলামপুর এলাকার ঘটনা।
লরিতে পিষে মৃত্যু যুবকের
লরিতে পিষে মৃত্যু যুবকের
advertisement

স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তার কারণে নিত্যদিন এই এলাকায় দুর্ঘটনা ঘটছে। বেঘোরে কারুর না কারুর প্রাণ যাচ্ছে। শুক্রবার সকালে সাইকেলে চেপে কৃষ্ণ বাউরি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। একটি লরি তাঁর পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তাটি খারাপ হওয়ার কারণে কৃষ্ণ নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাঁর সাইকেল থেকে যান। লরির পেছনের চাকার কাছে গিয়ে পড়েন যুবক। লরির বিশাল চাকা তাঁকে পিষে দিয়ে চলে যায়।

advertisement

আরও পড়ুনঃ  জমির বিনিময়ে মেলেনি চাকরি! রাগে, ক্ষোভে গায়ে পেট্রোল ঢেলে… মৃত্যুর মুখ থেকে ফিরলেন যুবক

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

ঘটনাস্থলেই মারা যান কৃষ্ণ। দুর্ঘটনার জেরে যুবকের মৃত্যুর পরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়ায়। উত্তেজিত জনতা একটি লরি ভাঙচুর করে। পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনাস্থলে আসে পুলিশ। ক্ষিপ্ত এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে বালির বড় বড় গাড়ি যাতাযাতের কারনে রাস্তাটি খারাপ হয়েছে। যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তার বেহাল দশা! সাইকেল নিয়ে লরির চাকার সামনে পড়লেন যুবক, সকালে বাজার করতে গিয়ে আর ফেরা হল না বাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল