আরও পড়ুন: যেন আহত বাঘ! ক্ষিপ্রতার সঙ্গে প্রতিপক্ষকে মাটি ধরাল এই ছেলে
তবে কীভাবে রটন্তি কালীপুজো শুরু হল এই শহরে তা কী জানেন? এই কালীপুজো গুসকরা শহরে শুরু হওয়ার পিছনে একটা গল্প রয়েছে। চলুন তাহলে, জেনে নেওয়া যাক কী সেই গল্প। এই প্রসঙ্গে গুসকরার পুরপ্রধান কুশল মুখোপাধ্যায় বলেন, এটি এখনকার পৌরাণিক পুজো। বহু আগে থেকে এই পুজো হয়ে আসছে। গুসকরার ঐতিহ্যবাহী পরিবার হল চোঙদার পরিবার। সেই চোঙদার পরিবারের নিজস্ব পুজো এটা। চোঙদার পরিবারের এক সদস্য তন্ত্রসাধক ছিলেন, তিনিই এখানে মাকে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তিতে যখন গুসকরা পুরসভা তৈরি হয় তখন থেকে এই রটন্তি কালীপুজোকে সামনে রেখে পুর উৎসবেরও আয়োজন করা হয়ে আসছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই সাতটা দিন গুসকরার মানুষ সকলে মিলে মিশে একসঙ্গে আনন্দে দিন কাটায়। বাসিন্দাদের মধ্যে এই পুজো এবং মেলা ঘিরে এক আলাদা আবেগ কাজ করে। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, ছোট থেকে এই পুজো দেখে আসছেন। আগের থেকে মেলার আরও উন্নতি হয়েছে। তিনি জানান সবাই যেমন দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে, তেমনই গুসকরার মানুষ রটন্তি কালীপুজোর জন্য অপেক্ষা করে থাকে।
বনোয়ারীলাল চৌধুরী