বেশ কয়েকদিন ধরে জঙ্গলমহলের দক্ষিণ পূর্বে শালবনী, চন্দ্রকোণা, গড়বেতা ও ঝাড়গ্রামে ঘোরাঘুরি করছে ২০ থেকে ২৫টি হাতির দল। রেল লাইনে চলে আসার ফলে যেকোনও সময় হাতি মৃত্যুর আশঙ্কা রয়েই যাচ্ছে। তাই বন দফতরের সঙ্গে কথা বলে নিয়ন্ত্রণ করা হয়েছে ওই এলাকার ট্রেনের গতি। প্রতি ঘন্টায় ১১০ কিলোমিটার থেকে কমিয়ে ট্রেনের গতি করা হয়েছে ঘণ্টায় ৩০-৩৫ কিলোমিটার।
advertisement
এই সিদ্ধান্তের ফলে অবশ্য ক্ষতি মুখে পড়বে রেল। মালবাহী ট্রেনের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রতি ঘন্টায় ১,৮২,১০০ টাকা। যেখানে প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে ঘণ্টায় ১,০৯,৩৮৬ টাকা।
হাতির জন্য ক্ষতি
মালবাহী ট্রেনে ক্ষতি ঘণ্টায় ১,৮২,১০০ টাকা
যাত্রীবাহী ট্রেনে ক্ষতি ঘণ্টায় ১,০৯,৩৮৬ টাকা
অতীতে মাওবাদী প্রভাব থাকায় জঙ্গলমহলে নিয়ন্ত্রণ করা হয়েছিল ট্রেনের গতি। এবার গতি কমছে হাতির জন্য।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2019 8:31 AM IST