আরও পড়ুন: চাহিদা মেটাতে না পারায় শারীরিক সম্পর্কের ভিডিও ফাঁসের হুমকি প্রেমিকার, আত্মঘাতী প্রেমিক
তিনি পদস্থ পুলিশকর্তা। এক মহিলার অসহয়তার সুযোগে সোশাল মিডিয়ায় আলাপ জমান। মানসিকভাবে পাশে দাঁড়ান। সময়টা ২০১৪। আলাপ দ্রুত ঘনিষ্ঠতায় পৌঁছয়। মহিলার দাবি, বিয়ের প্রতিশ্রুতিতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। এমনকী পুলিশের গাড়িতেও চলত সহবাস। তখন অভিযুক্ত পুলিশকর্তা খড়গপুরে ছিলেন।
advertisement
আরও পড়ুন: বাড়ির এই জায়গায় লবঙ্গ লুকিয়ে রাখলে বাড়বে আয় !
গত বছরের মার্চ মাসে তিনি চলে আসেন দক্ষিণ ২৪ পরগনা পুলিশে। এরপরই সম্পর্কে টানাপোড়েন। মহিলাকে এড়াতে থাকেন পুলিশকর্তা। ফোন নম্বরও ব্লক করে দেন। দুই সন্তানের মা ওই অভিযোগকারিণী চলতি মাসে ১০ তারিখে তার অফিসে যান। তখন রেজিস্ট্রি ম্যারেজের কথা বলে মহিলাকে ফিরিয়ে দেন। গত ১২ জুলাই ওই মহিলা ফের অফিসে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: BSNL-বাজি! ফোন করুন SIM ছাড়াই... হ্যাঁ, আনলিমিটেড
এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন রুবি এলাকার ওই বাসিন্দা। সুবিচারের আশায় ডিআইজি পিআরের কাছে অভিযোগ জানিয়েছেন।
অভিযোগকারিণীর আশঙ্কা প্রভাব খাটাতে পারেন পুলিশকর্তা। তবে বড় লড়াইয়ের জন্য তিনি তৈরি।