TRENDING:

উল্টে গেল তেলের ট্যাঙ্কার, হাঁড়ি-বালতি-বোতলে ভরে দেদার পেট্রোল লুঠ মূর্শিদাবাদে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রেজিনগর: উল্টে গেল তেলের ট্যাঙ্কার ৷ পেট্রোলভরতি ট্যাঙ্কার উলটে বিপত্তি মূর্শিদাবাদে ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরে ৷
advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ট্যাঙ্কারটি ৷ তেলের ট্যাঙ্কারটি উল্টে যেতেই খবর ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামে ৷ রাত দুপুরেই দলে দলে গ্রামবাসীরা ভিড় জমাতে থাকেন পেট্রোল লুঠের জন্য ৷ সকালেও একই চিত্র ৷ বালতি, বাটি, ঘটি, বোতল, হাঁড়ি নিয়ে ভিড় জমায় খুদের দল ৷ ঘটনাস্থলে পুলিশ থাকলেও পুলিশের সামনেই দেদার লুঠ চলে ৷ পেট্রোল চুরি করে নিয়ে যান গ্রামবাসীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উল্টে গেল তেলের ট্যাঙ্কার, হাঁড়ি-বালতি-বোতলে ভরে দেদার পেট্রোল লুঠ মূর্শিদাবাদে