এদিকে এর মধ্যে বাংলা জুড়ে বৃষ্টির দাপাদাপি জারি৷ মৌসুমী অক্ষরেখার হিমালয়ের পাদদেশেই অবস্থান। মধ্য বাংলাদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপর রয়েছে আরও একটি আপার এয়ার সার্কুলেশন।
আরও পড়ুন – ChatGPT: ১২টি আঞ্চলিক ভাষায় দারুণভাবে কাজ করবে জিপিটি ৫, ভারতই সবচেয়ে বড় বাজার- অল্টম্যানের মেগা দাবি
advertisement
এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে উইকেন্ডে বৃষ্টি কমবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
দক্ষিণবঙ্গে শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি শনিবার বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। শনিবার থেকেই বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
Pankaj Dasharathi