TRENDING:

East Bardhaman: বাইকে করেই নিয়ে যাচ্ছিল... ওগুলো সব কী! কাছে আসতেই যা দেখা গেল, তাতেই সবার চোখ কপালে

Last Updated:

বাড়ি বিনোদপুর এলাকায়। আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই বেআইনি মদ পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক অনুমান। তাকে মদ-সহ গ্রেফতার করা হয়েছে। নিয়ম মেনে তাকে বর্ধমান আদালতে তোলা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বেআইনি চোলাই মদের কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আবগারি দফতর। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের ছোট বৈনান এলাকায় এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করল রায়না আবগারি দফতরের অফিসাররা।
কী পাচার হচ্ছিল মোটর সাইকেলে! অভিযানে চক্ষু চড়কগাছ সকলের
কী পাচার হচ্ছিল মোটর সাইকেলে! অভিযানে চক্ষু চড়কগাছ সকলের
advertisement

মোটর সাইকেলে পাচার করা হচ্ছিল চোলাই মদ! রাস্তায় তল্লাশির সময় এমনই তথ্য সামনে এল পুলিশের। পূর্ব বর্ধমানের রায়নার ছোট বৈনান এলাকায় আবগারি দফতরের অভিযানে হাতেনাতে ধরা পড়ল চোলাই মদ পাচারকারী। এতোদিন পণ্যবাহী বিভিন্ন গাড়িতে চোলাই মদ পাচার করা হচ্ছিল। ইদানিং ওই এলাকায় বিভিন্ন মোটর সাইকেলে চোলাই মদ পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় আবগারি দফতর। সেই তথ্যের ভিত্তিতে অভিযানে নামে তারা। এরপরই এক চোলাই পাচারকারীর হদিশ।

advertisement

জানা গিয়েছে, এক ব্যক্তি মোটর সাইকেলে করে বেআইনি চোলাই মদ পাচার করছিল। সেই সময়ই অভিযান চালিয়ে আবগারি দফতরের আধিকারিকরা তাকে থামান এবং তল্লাশি চালান। তার বাইক থেকে উদ্ধার হয় ২০ লিটার চোলাই মদ। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম সুভাষ রায়।  বাড়ি বিনোদপুর এলাকায়। আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই বেআইনি মদ পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক অনুমান। তাকে মদ-সহ গ্রেফতার করা হয়েছে। নিয়ম মেনে তাকে বর্ধমান আদালতে তোলা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কমবে চাষের খরচ, বৃদ্ধি পাবে চিনাবাদাম উৎপাদন! কৃষকদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ
আরও দেখুন

স্থানীয় সূত্রে খবর, ছোট বৈনান ও তার সংলগ্ন এলাকায় চোলাই মদের কারবার বিগত কয়েক মাস ধরেই বেড়েছে। প্রশাসনের তরফে এই ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত শুরু করেছে আবগারি দফতর। গ্রেফতার হওয়া ব্যক্তি চোলাই মদ পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আবগারি দফতরের এক আধিকারিক জানান, ছোট বৈনান পূর্ব বর্ধমান বর্ধমান জেলার প্রান্তবর্তী এলাকা। সেখান থেকে পূর্ব বর্ধমান জেলার অন্যান্য অংশে ও লাগোয়া হুগলি জেলাতেও চোলাই পাচার করা হচ্ছিল বলে খবর মিলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman: বাইকে করেই নিয়ে যাচ্ছিল... ওগুলো সব কী! কাছে আসতেই যা দেখা গেল, তাতেই সবার চোখ কপালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল