পাকিস্তান জিন্দাবাদ, ভারতের অবস্থা খারাপ, এইভাবে বিভিন্ন ছবি দিয়ে এক প্রকার ভারত বিরোধী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই ব্যক্তি। স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে দেখতে পেয়ে এগরা থানায় অভিযোগ দায়ের করেন।
advertisement
অভিযোগ পেয়েই ওই স্কুল শিক্ষককে আটক করল এগরা থানার পুলিশ। শিক্ষকের নাম সামশের আলাম খান,এগরার বাথুয়াড়ির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।বাড়ি এগরা থানার বাসুদেবপুর গ্রামে।
তবে শুধু এগরাতেই নয়,সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বাঁকুড়ার রাইপুর থানার পুলিশ। গতকালই বাঁকুড়ার রাইপুর থানার উপরবান্দা গ্রামের বাসিন্দা সফিক খানের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় স্থানীয় বিজেপি কর্মীরা। এরপরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।গতকাল সন্ধ্যায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাকে দ্রুত গ্রেফতারের দাবী জানায় স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ পেতেই সক্রিয় হয় পুলিশ। রাতেই সফিক খান নামের অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হবে।
পঙ্কজ দাশ রথী