আরও পড়ুন- ট্রেনের রিজার্ভেশন পেতে নাজেহাল? সুখবর! ২০ জানুয়ারি থেকে এমনিই চড়তে পারবেন, জানুন বিশদে!
আরও পড়ুন- বাড়ির জলের ট্যাঙ্কে ফেলে রাখুন এই ‘এক টুকরো’ কাঠ…! সারাজীবন পরিষ্কার থাকবে জল, অবিশ্বাস্য!
তাই এই শীতের মরশুমে যারা ঘুরতে অথবা পিকনিকের জন্য যেতে চাইছেন তারা একবার হলেও যেতে পারেন পূর্ব বর্ধমানের ওড়গ্রাম জঙ্গলে। একদম শান্ত নিরিবিলি পরিবেশে খুব ভালভাবে উপভোগ করতে পারবেন পিকনিকের আমেজ। বর্তমানে এই জায়গায় অনেকে পরিবার নিয়েও আসছেন পিকনিক করার জন্য। সেরকমই পরিবার নিয়ে পিকনিক করতে এসে বুদ্ধদেব রজক নামের এক ব্যক্তি বলেন, খুবই সুন্দর এই জায়গা। আমরা পরিবার নিয়ে এর আগেও এসেছিলাম, আবার এসেছি। বেশ ভাল লাগছে। যারা এখানে পিকনিক করতে আসবেন আশা করছি তাদেরও ভাল লাগবে।
advertisement
আরও পড়ুন- শিরা থেকে গলে গলে বেরোবে ‘বদ’ কোলেস্টেরল! শুধু এক সপ্তাহ মেনে চলুন এই ‘ডায়েট’, ফল হাতেনাতে!
পিকনিক করার পাশাপাশি ওড়গ্রাম জঙ্গলে গেলে দেখে নিতে পারবেন বেশ কিছু জায়গা। ওড়গ্রাম জঙ্গলের মধ্যেই রয়েছে ‘ওড়গ্রাম সমন্বয়ী প্রকল্প’। খুবই সুন্দর ভাবে এই জায়গা সাজানো রয়েছে। ফটোশুট করার একদম আদর্শ এই জায়গা। একবার গেলে ভাল লাগবে সকলেরই, তবে এই জায়গায় প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য হিসেবে দিতে হবে ১০ টাকা করে। এছাড়াও ওড়গ্রাম জঙ্গলের সুন্দর পরিবেশ নজর কাড়বে সকলেরই।
জঙ্গলের পাশেই রয়েছে একটি বিশালাকার জলাশয়, জলাশয়ের পাড়ে বহু মানুষ পিকনিক করেন। এছাড়াও জঙ্গলের কাছেই বেশ কিছু ব্যক্তিগত জায়গা রয়েছে, যেখানে নির্দিষ্ট মূল্য দিলেই পিকনিকের জন্য সুব্যবস্থা করে দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলার মধ্যে এখন এই জায়গা অনেকেই বেশ পছন্দ করছেন। পরিবার, বন্ধু নিয়ে পিকনিকের আমেজ উপভোগ করছেন বহু মানুষ। শীতের মরশুমে চাইলে সকলেই আসতে পারেন পূর্ব বর্ধমানের এই জায়গায়।
বনোয়ারীলাল চৌধুরী