TRENDING:

Government Job News: কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি রয়েছে, আপনার জন্য মোটা বেতনের চাকরির সুযোগ আইআইটিতে! এখনই জানুন

Last Updated:

Government Job News: অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। এখনই আবেদন করুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: আপনার কি কম্পিউটার সায়েন্স বা আইটিতে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে? তবে আপনার জন্য দুর্দান্ত কাজের সুযোগ রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে। অস্থায়ী ভিত্তিতে গবেষণা সংক্রান্ত কাজের জন্য কর্মী নিয়োগ করবে প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর।
IIT Kharagpur 
IIT Kharagpur 
advertisement

তবে দেরি না করে এখনই আবেদন জানান এই পদের জন্য। মোটা অঙ্কের বেতনে কাজের জন্য এবার অনলাইনে আবেদন করুন। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিশেষ এক প্রকল্পে গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে।

আরও পড়ুন: লাইভ কনসার্ট চলছে অরিজিতের, হঠাৎ ফোন এল বাবার! ফোন ধরে গায়ক কী বললেন জানেন? অরিজিৎকে এমন কেউ দেখেননি

advertisement

এবার প্রয়োজন নেই পিএইচডি কিংবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং কোর্সের। সামান্য আইটি কিংবা কম্পিউটার সাইন্সে মাস্টার ডিগ্রি থাকলেই মিলবে এই কাজের সুবিধা। তাই এখনই আবেদন জানান এই পদের জন্য। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের Ministry of Earth Sciences এর অর্থপুষ্টে বিশেষ প্রকল্পে কাজের জন্য একজন কর্মী নিয়োগ করা হবে। মোটা অঙ্কের বেতন।

advertisement

View More

আরও পড়ুন: শাহরুখ খানের গালে ঠাস করে চড় মারলেন মহিলা! যাঁকে দেখে হৃদস্পন্দন বাড়ে-কমে তাঁকেই থাপ্পড়? কী কাণ্ড জানুন

জানা গিয়েছে, Ministry of Earth Sciences আর্থিক সহায়তায় Study of the powering of a swarm of Autonomous Underwater Vehicles over variable topographies(VVT) এই প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট -২ রিসার্চ নিয়োগ করা হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে। বেতন প্রতিমাসে ৩৫০০০ টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীর বয়স হতে হবে ৩৫-এর মধ্যে। মহিলা আবেদনকারী ছাড়া সকল আবেদনকারীকে ১০০ টাকা দিয়ে আবেদন জানাতে হবে।

advertisement

অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। আবেদন জানানোর জন্য প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে আবেদন করতে পারবেন। বিশদে জানতে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন। ওয়েবসাইট: https://erp.iitkgp.ac.in/SricWeb/temporaryJobs.htm

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Government Job News: কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি রয়েছে, আপনার জন্য মোটা বেতনের চাকরির সুযোগ আইআইটিতে! এখনই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল