TRENDING:

Free Gold Offer: সেল, সেল, সেল! চৈত্র সেলে ফ্রি সোনা, খেতে হবে শুধু এই স্টলের চা

Last Updated:

Free Gold Offer: প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা খোলা থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ: চৈত্র সেলে অভাবনীয় ভাবনা, চা পান করলেই মিলবে সোনা নবদ্বীপের গরীব টি স্টলে। এক কাপ গরম চা’য়ে চুমুক, আর তাতেই মিলবে খাঁটি সোনা। ভাবছেন এ আবার কি? হাঁ ঠিক’ই শুনেছেন, পয়লা চৈত্র থেকে শুরু হয়েছে চায়ে চৈত্র সেল। যা পুরো চৈত্র মাস জুড়ে চলবে। এমন’ই অভাবনীয় ভাবনা গরিব টি স্টলের কর্ণধার বন্দ্যোপাধ্যায় বাবুর।
advertisement

এতদিন পর্যন্ত আমরা সবাই জানতাম চৈত্র সেল মানেই তো বিভিন্ন রেডিমেডের পোশাক থেকে প্রসাধনী দ্রব্য, তাই বলে চায়ে চৈত্র সেল? হ্যাঁ পাঁচ টাকার বিনিময়ে এক কাপ চা। আর তাতেই মিলবে খাঁটি সোনা। আপনি হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব। হ্যাঁ সেই অসম্ভবকে সম্ভব করতে ২০১৮ সাল থেকে গরিব টি স্টল এর কর্ণধার শিশির বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন চা’য়ে চৈত্র সেল।

advertisement

আরও পড়ুন – IPL 2024 Injured Players: এবার হচ্ছে টা কী আইপিএল শুরুর আগেই নেই ১৪ প্লেয়ার, এত্ত টাকার ক্ষতি তবুও খেলবেন না এই ক্রিকেটারও

যদিও বা ২০-২১ সালে লকডাউন এবং ২২ সালে ব্যক্তিগত কারণে বন্ধ রাখা রাখার পর ২০২৩ সালে ১০ জন ভাগ্যবানকে দিঘা ভ্রমণ করিয়েছিলেন গরিব টি স্টলের কর্ণধার বন্দ্যোপাধ্যায় বাবু৷

advertisement

View More

২০২৪ এর ভাবনাটা একটু অন্যরকম। এবার আর ভ্রমণ নয়। গরম চায়ে চুমুক দিলেই লটারির মাধ্যমে উপহার তুলে দেওয়া হবে ১০ জনকে খাঁটি সোনার গয়না। আর তা তুলে দেওয়া হবে এক কাপ চা পান করলেই। চৈতন্য ভূমি নবদ্বীপ শহরের উত্তর পশ্চিমাঞ্চল প্রতাপনগর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল লাগোয়া গরীব টি স্টল, প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা খোলা থাকে।

advertisement

সকাল থেকে রাত গরীব টি স্টলে গরম চায়ে চুমুক দিতে ভিড় জমান নবদ্বীপের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট ও পূর্বস্থলী এলাকা আসা বহু মানুষজন। আগামী পয়লা বৈশাখ লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান বিজেতার হাতে তুলে দেওয়া হবে উপহার স্বরূপ একেবারে খাঁটি সোনার নাক ছাবি।

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Free Gold Offer: সেল, সেল, সেল! চৈত্র সেলে ফ্রি সোনা, খেতে হবে শুধু এই স্টলের চা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল