বীরভূমের বাণিজ্য নগরী হিসেবে পরিচিত সাঁইথিয়া। ট্রেন ও বাসে সাঁইথিয়ার সঙ্গে বীরভূমের বিভিন্ন জায়গার যোগাযোগ আছে। মুর্শিদাবাদ-সহ পাশের জেলাগুলির একাধিক জায়গার সঙ্গে সাঁইথিয়ার সঙ্গে যোগাযোগ বাসের মাধ্যমে। তবে স্বাধীনতার পর থেকে এই শহরে ছিল না কোনও নির্দিষ্ট বাসস্ট্যান্ড। শহরের ভিতরে একটি ছোটজায়গায় বাস দাঁড়াত। সাঁইথিয়ায় তাই যানজট ছিল নিত্যদিনের ঘটনা। এবার অবশ্য সেই যন্ত্রণা কেটেছে। সাঁইথিয়া শহরে তৈরি হয়েছে আধুনিক বাস টার্মিনাস।
advertisement
সাঁইথিয়ায় আধুনিক বাস টার্মিনাস
--------------------------
- সাঁইথিয়া শহরে ঢোকার মুখে সেচ দফতরের জায়গা পায় পুরসভা
- সেচ দফতরের জায়গায় তৈরি হয়েছে আধুনিক বাস টার্মিনাস
- বাস টার্মিনাসে ১০০ বাস দাঁড়ানোর সুবিধা
- বাস টার্মিনাসে ব্যবসা করার জন্য ১৩০ টি ঘর তৈরি হয়েছে
সাঁইথিয়া শহর থেকে বাসস্ট্যান্ডে যেতে ভরসা টোটো। পরোক্ষভাবে তাই টোটোচালকদেরও আয় বেড়েছে। খুশি যাত্রীরাও। পুজোর আগেই সাঁইথিয়া বাস টার্মিনাসের উদ্বোধন হয়েছে।