আরও পড়ুন: লক্ষ্য অযোধ্যা… এক পায়ে সাইকেল চালিয়ে ১০০০ কিমি পাড়ি ক্যানসার আক্রান্ত যুবকের.
খুদেদের আনন্দ দিতেই এদিন স্কুল ও অভিভাবকদের তরফে এই খাদ্য মেলার আয়োজন বলেই জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা। স্কুলের জন্মদিন পালনের জন্য এদিন রীতিমতো কেক কেটেও চলে সেলিব্রেশন। বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষজনের পাশাপাশি শিশুদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই বাড়িতে বানানো ঘরোয়া পদ্ধতিতে এই পিঠে পুলি তৈরি করে ফুড ফেস্টিভাল চলল কুমুদিনী গার্লস স্কুলের প্রাইমারি সেকশনে। স্কুল প্রাঙ্গনেই এদিন অভিভাবকদের পাশাপাশি খুদেরাও নানা রকম পিঠেপুলি ও কেকের স্বাদ উপভোগ করল চুটিয়ে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বছরের শুরুতে স্কুলের তরফে আয়োজন করা এই উৎসবে রীতিমতো আনন্দিত খুঁদে পড়ুয়ারাও।
Rudra Narayan Roy