আরও পড়ুন- সহবাসের আগে খেয়াল রাখুন ‘এইগুলো’, নয়তো মৃত্যু! রাজ্যে ১২০ জন এই মারণরোগে ভুগছেন
এর পর খবর দেওয়া হয়ে বসিরহাট দমকল বিভাগকে খবর দিলে ঘটনাস্থলে দমকলের গাড়ি যায়। দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। তবে ততক্ষণে দোকানের সিংহভাগই পুড়ে ছাই হয়ে যায়।
advertisement
দোকান মালিকের দাবি এই ঘটনায় তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা। তবে কি কারনে আগুন লাগলো শর্ট সার্কিট নাকি অন্য কোন কারণে সবটাই তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। দমকল বিভাগের প্রাথমিক অনুমান ওই দোকানের মধ্যে কোথাও শর্ট সার্কিট হয়েছিল, অল্প আগুন ধরতেই সেগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করে। বাজার এলাকায় আশপায়াসে প্রচুর দোকান ঘর ছিল। আগুন দ্রুত ছড়াতে দেখে আশেপাশের লোকজন ছুটে এসে জল দিয়ে নেভানোর চেষ্টা করে। পরে দমকলের ইঞ্জিন গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। কি করে এই আগুন লাগলো সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
জুলফিকার মোল্লা