রাজ্য জুড়ে অবৈধ লটারির কারবার চলছিল বলে অভিযোগ। সেই মতো এর তদন্ত করছিল ডিডিআই ও সিআইডি। বিভিন্ন জায়গায় হানা দিয়ে তা উদ্ধার হয়েছে। এবার তারই হদিশ মিলল ঝাড়গ্রামের লালগড়ে। এস আই চকে শম্ভুরুই দাস নিজের দোকানে অবৈধ ভাবে ভুটান লটারির ব্যবসা বেশ কয়েকদিন ধরে চালাচ্ছিল বলে অভিযোগ। কিন্তু এই লটারি আসছে কোথা থেকে? এরপরেই খবর যায় ডিডিআই এর কাছে। বুধবার বিকালে তাকে দোকান থেকে লটারি-সহ গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে ঝাড়গ্রাম আদালতে পেশ করলে ৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
এর আগেই জামবনি থানার পুলিশ চিঁচিড়ায় হানা দিয়ে গ্রেফতার করে শেখ সাদেকুল হক আনসারিকে। তার বাড়ি থেকে উদ্ধার হয়—জাল লটারি টিকিট, আধুনিক ছাপার মেশিন, কাটিং মেশিন, কম্পিউটার ও নগদ টাকা। পুলিশ জানায়, অভিযুক্ত নিজের বাড়িতেই গোপন ছাপাখানা চালিয়ে নিয়মিত জাল টিকিট ছাপত এবং আসল লটারির রেজাল্ট কপি করে বাজারে ছাড়ত।
