এই নিয়েই গণ্ডগোলের সূত্রপাত হয় দুই ভাইয়ের মধ্যে। এরপরেও প্রশান্ত রায় চড়াও হয় ভাই সুশান্ত রায়ের উপর। সামান্য সমস্যা নিয়েই অশান্তি চরমে পৌঁছায়।
আরও পড়ুন: ফের অন্তঃসত্ত্বা আলিয়া? রাহার পর দ্বিতীয় সন্তানের প্রতীক্ষা! ছেলের নামও আগাম ঠিক করা…
অভিযোগ ভারী জিনিস দিয়ে ভাই সুশান্তের মাথায় আঘাত করে দাদা প্রশান্ত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুশান্ত রায়। পরিবারের লোক তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানায় চিকিৎসাকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনোসিটি থানার পুলিশ ঘটনার অভিযুক্ত দাদা প্রশান্ত রায়কে আটক করেছে পুলিশ।
advertisement
যদিও পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ জানান হয়নি। তবে অভিযোগ গাছের আমপাড়া নিয়ে ভাই ভাইয়ের মধ্যে বিবাদ যার জেরে খুন হতে হল ভাইকে। এই ঘটনায় হতবাক গোটা এলাকার মানুষ।