TRENDING:

East Medinipur News: ভয়ঙ্কর দুর্ঘটনা...! টহলদারি পুলিশ গাড়িতে ধাক্কা ডাম্পারের, উড়ে গিয়ে গাড়ি পড়ল পুকুরে, মুহূর্তে সব শেষ

Last Updated:

East Medinipur News: দ্রুতগতিতে থাকা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের টহলদারি গাড়িতে ধাক্কা মারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিষাদল: দ্রুতগতিতে থাকা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের টহলদারি গাড়িতে ধাক্কা মারে। গাড়ি উড়ে গিয়ে পড়ে রাস্তার পাশেই থাকা পুকুরে। রাতের অন্ধকারে মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশ কর্মীর। আহত আরও একজন। পথ দুর্ঘটনায় মৃত্যু হল থানার সেকেন্ড অফিসার সহ আরও এক পুলিশকর্মীর। মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার অন্তর্গত গাড়ুঘাটা এলাকায় ১১৬ নম্বর জাতীয় সড়কে।
দুর্ঘটনাগ্রস্ত পুলিশের টহলদারি গাড়ি
দুর্ঘটনাগ্রস্ত পুলিশের টহলদারি গাড়ি
advertisement

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে মহিষাদল থানা এলাকার গাড়ুঘাটার কাছে টহল দিচ্ছিল একটি টহলদারি পুলিশ ভ্যান। গাড়ির মধ্যে ছিলেন মহিষাদল থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল-সহ আরও দুই পুলিশকর্মী এবং পুলিশ ভ্যানের চালক। সেই সময়েই হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ওই জিপটির পিছনে ধাক্কা মারে। গাড়িটি গিয়ে পড়ে রাস্তার পাশে একটি পুকুরে। কয়েক সেকেন্ডের মধ্যে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় জিপের ভিতরে থাকা পুলিশকর্মীরা বেরিয়ে আসারও সুযোগ পাননি।

advertisement

আরও পড়ুন: নোনা জমিতেও ফলবে ‘সোনা’…! চাষিরা হবেন লালে লাল, শুধু ধান রোপণের আগে করতে হবে এই কাজ

এছাড়াও আরও এক পুলিশ কর্মী গুরুতর জখম অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অল্পের জন্য পুলিশের গাড়ির চালক এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালাতে চেষ্টা করলে গাড়ি সহ চালককে তাড়া করে পাকড়া করেছে নন্দকুমার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত সাব ইন্সপেক্টরের নাম জয়ন্ত ঘোষাল, বয়স ৪৭ এবং মৃত পুলিশ কর্মীর নাম সেখ হোসেন খান। তিনি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স-এ কর্মরত ছিলেন। এছাড়াও গুরুতর জখম পুলিশের কনস্টেবল স্বপন দাস তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যদিনের মতই মঙ্গলবার রাতেও হলদিয়া মেছেদা ১১৬ নং জাতীয় সড়কে মহিষাদল থানার গাড়ুঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি গাড়ি। গাড়িটি রাস্তার পাশে রেখে চালক নিচেই দাঁড়িয়ে ছিলেন। অন্যদিকে গাড়িতে বসেছিলেন মহিষাদল থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল সহ দুই পুলিশ কর্মী। রাত্রি প্রায় সাড়ে একটা নাগাদ হলদিয়া থেকে মেছেদাগামী একটি ট্রাক প্রচন্ড গতিতে ওই পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মারে। এই ঘটনার পরে ঘাতক ট্রাকটি দ্রুত এলাকা ছেড় মেছেদা অভিমুখে পালাতে চেষ্টা করে। খবর পেয়েই নন্দকুমার থানার পুলিশ তাড়া করে ঘাতক ট্রাকটি ও তার চালককে পাকড়াও করেছে বলে পুলিশ সূত্রে খবর। কীভাবে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে মহিষাদল থানার ওসি জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: ভয়ঙ্কর দুর্ঘটনা...! টহলদারি পুলিশ গাড়িতে ধাক্কা ডাম্পারের, উড়ে গিয়ে গাড়ি পড়ল পুকুরে, মুহূর্তে সব শেষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল