TRENDING:

Durga Puja 2025: কাগজ দিয়ে ১২ ফুটের পরিবেশ বান্ধব দুর্গা প্রতিমা গড়ে তাক লাগাচ্ছে দুর্গাপুরের শিল্পী বাপি বিশ্বাস 

Last Updated:

কাদা মাটি ছাড়াই প্রতিমা বানিয়ে শিল্পী বাপি বিশ্বাস বছরের পর বছর নজির গড়ছেন রাজ্য সহ  ভিনরাজ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, দীপিকা সরকার: প্রতিমা গড়তে এই শিল্পীর লাগেনা কাদা মাটি লাগেনা খড় – বাঁশ। এই সব ছাড়াই প্রতিমা বানিয়ে বছরের পর বছর নজির গড়ছেন রাজ্য সহ  ভিনরাজ্যে। পরিবেশবান্ধব একের পর এক দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে চলেছেন দুর্গাপুরের শিল্পী বাপি বিশ্বাস। তাঁর প্রতিভা কেবল শিল্পাঞ্চলেই সীমাবদ্ধ নেই, ভিন রাজ্যেও তিনি সুখ্যাতি লাভ করেছেন। তবে, মাটি ছাড়া ঠিক কী কী উপকরণ দিয়ে তিনি প্রতিমা তৈরি করে আসছেন শুনলে অবাক হবেন। তিনি প্রথম খড় দিয়ে প্রতিমা তৈরি করে অবাক করেছিলেন শহরবাসীকে। এছাড়াও  সুতলির, কাপড়ের, জুটের, কাগজের ইত্যাদি নানান জিনিসের একের পর এক প্রতিমা গড়ে  চলেছেন তিনি।
advertisement

আরও পড়ুনঃ স্টেশনে হারিয়ে যায় ‘গোপাল’, কীভাবে খোঁজ মিলল তার? জানুন

প্রতিবছরের মত এ বছরও  বাপিবাবু বিশাল আকারের একটি দুর্গা প্রতিমা গড়ছেন। তাও আবার কাগজের। পরিবেশ দূষণ রুখতে তিনি কেবল খড়ের ওপর নকশা ও কারুকার্য করে প্রতিমা গড়েছেন। আবার কখনও কেবল পাটের সুতলি দিয়েই প্রতিমা গড়ে তাক লাগিয়েছে। পরিবেশবান্ধব উপকরণ ও সামগ্রী দিয়ে প্রতিমা গড়তে তিনি স্বাছন্দ্য বোধ করেন। বাপিবাবু নিউ দিল্লি, নয়ডা ও হরিয়ানা-সহ ভিন রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিমা গড়ে তাক লাগিয়েছেন। তাঁর দাবি, কাগজ, সুতলি বা খড়ের প্রতিমা গড়লে যেমন দূষণ নিয়ন্ত্রিত করা সম্ভব হয় তেমনি ওজনে হালকা হয়। যতই উচ্চতার বা চওড়া প্রতিমা হোকনা কেনও অতি সহজে স্থানান্তরিত করা যায়। কোনও দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে না।

advertisement

হালকা ওজনের প্রতিমা সকলেই পছন্দ করেন৷ এবার কাগজ পচিয়ে মণ্ড করে প্রতিমা তৈরি করেছেন। পাশাপাশি আর্ট পেপার-সহ নানান রঙের ব্যবহার করেছেন। এবারে তিনি ১২ ফুট উচ্চতার কাগজের ওই দুর্গা প্রতিমা গড়ে নজির গড়েছেন। কার্ত্তিক, গনেশ ও লক্ষী, সরস্বতী-সহ সপরিবারে দুর্গার ওজন মাত্র ২০-২৫ কেজি হয়েছে। এটি দুর্গাপুরের একটি নামিদামি শপিংমলে যাচ্ছে এবার।  তাঁর তৈরি পরিবেশবান্ধব দুর্গা প্রতিমা বিগ বাজেটের পুজো মণ্ডপ গুলিতে যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
সঠিক চাষে লাল মাটিতেও হবে মোটা টাকা আয়! দৃষ্টান্ত স্থাপন মেদিনীপুরের যুবকের,ফলাচ্ছেন গোলাপ
আরও দেখুন

বাপিবাবু জানান, ছোটো থেকেই তিনি আঁকাআকি ভালবাসতেন। তাই কাগজ, পাট, সুতলি-সহ নানান সামগ্রী দিয়ে আকর্ষণীয় জিনিসপত্র বানিয়ে ফেলতেন। একসময় থার্মোকলের ওপর কাজ করে নানান মডেল বানিয়েছেন তিনি। কিন্তু থার্মোকল পরিবেশ দূষণ করে বলে তিনি আর তেমন ভাবে থার্মোকলের কাজ করেন না। এরপরে তিনি মাটি না ব্যবহার করে দেবদেবীর মূর্তি ও প্রতিমা গড়তে শুরু করেন। সারা বছর প্রতিটি পুজোতেই একটি বা দু’টি প্রতিমা গড়েন। তাঁর পরিবারের সদস্যরা প্রতিমা গড়তে সহযোগিতা করেন।  তাঁর বছর ৬৫’র বৃদ্ধা মা অনীমা বিশ্বাস ও ভাই টাপু বিশ্বাস সর্বক্ষণ সহযোগিতা করেন। এছাড়াও প্রতিমা গড়তে প্রায় ৭ জন সহযোগী রয়েছেন তাঁর। শিল্পীর এমন সৃষ্টিতে গর্বিত তার পরিবারসহ সমগ্র শিল্পাঞ্চলবাসী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: কাগজ দিয়ে ১২ ফুটের পরিবেশ বান্ধব দুর্গা প্রতিমা গড়ে তাক লাগাচ্ছে দুর্গাপুরের শিল্পী বাপি বিশ্বাস 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল