জানা গিয়েছে, গত প্রায় দু'মাস ধরে তাঁর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। ডিপার্টমেন্টে যাওয়া আসা বন্ধ ছিল। লকডাউনের পর ডিপার্টমেন্ট খুলে যাওয়ার পরেও ক্লাসে না যাওয়ায় আইআইটি কর্তৃপক্ষ তাঁর খোঁজ খবর চালাচ্ছিল। অবশেষে, পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ সকলের উপস্থিতিতে, বৃহস্পতিবার দুপুরে তাঁর বাড়ি খুলে পচাগলা দেহ উদ্ধার করেছে (IIT Kharagpur)। পুলিশের দাবি অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। দেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। অধ্যাপকের পরিবারের কেউ নেই, খোঁজখবর নেওয়ার কেউ ছিল না।
advertisement
আরও পড়ুন: কটাক্ষের 'ডোল রাজনীতি'ই অশোকনগর পুরভোটে অস্ত্র সিপিআইএমের, নকলের অভিযোগ তৃণমূলের
তবে, আইআইটি কর্তৃপক্ষ এত দেরি করে খোঁজ খবর শুরু করায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে! এ বিষয়ে যদিও কর্তৃপক্ষের তরফে কেউ মুখ খোলেননি।পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন আগেই হয়তো ঐ অধ্যাপক মারা গিয়েছেন। তবে সঠিক কত দিন আগে এবং কী কারণে ওই অধ্যাপকের মৃত্যু হয়েছে, তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয় বলে জানা গিয়েছে খড়্গপুর টাউন থানার পুলিশ সূত্রে। পুলিশ মৃত অধ্যাপকের আত্মীয় স্বজন সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
Partha Mukherjee