TRENDING:

Cyclone Senyar Update: বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ ? বাংলায় সরাসরি প্রভাব নেই, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ুর উপকূল, কেরল এবং অন্ধ্রপ্রদেশে

Last Updated:

মলাক্কা প্রণালীর কাছে বুধবার ভোরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’। তার দাপটে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ুর উপকূল, কেরল এবং অন্ধ্রপ্রদেশে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ সাহা, কলকাতা: ইন্দোনেশিয়া উপকূলে তৈরি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের নাম ‘সেনিয়ার’ (SEN-YAAR)। এর নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। যার অর্থ ‘সিংহ’ (LION)। মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে এগোচ্ছে। ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এটি ইন্দোনেশিয়া উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আজ, বৃহস্পতিবার।
বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ ? (Photo: PTI)
বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ ? (Photo: PTI)
advertisement

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূলে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এই সিস্টেমও শক্তিশালী হওয়া সম্ভাবনা। এর অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাডু এবং পন্ডিচেরি উপকূল। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ুর উপকূল, কেরল এবং অন্ধ্রপ্রদেশে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে প্রবল বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তা ছাড়া, আলিপুর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে নতুন একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই বাংলার উপকূলে এর কোনও প্রভাব পড়ছে না।

advertisement

আরও পড়ুন– দরকার ছিল এক চিমটি সিঁদুর আর ভালবাসা, সম্পত্তি-টাকা নয়, ধর্মেন্দ্রকে বিয়ে নিয়ে যা জানিয়েছিলেন হেমা মালিনী

এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দুর্যোগপূর্ণ আবহাওয়া; প্রবল বর্ষন ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের।

advertisement

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ কিছু জেলায় সামান্য নেমেছে। ২৪ ঘণ্টায় খুব বেশি পরিবর্তন নেই তাপমাত্রার। আগামিকাল, শুক্রবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। পরবর্তী দু-তিন দিনে আবার তাপমাত্রা কিছুটা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

আরও পড়ুন– বুথে বুথে সভা করার নির্দেশ, পিছিয়ে থাকা বুথ চিহ্নিত করে জোরদার প্রচারে শাসক দল

advertisement

আপাতত শুষ্ক আবহাওয়া। কোনও কোনও জেলায় সকালে কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ থাকবে। হালকা শীতের আমেজ। সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি। কলকাতায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। পশ্চিমের জেলায় ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। স্বাভাবিকের নীচে রয়েছে তাপমাত্রা। সকালে ও রাতে শীতের আমেজ। বেলায় কিছুটা কমবে শীতের আমেজ। কুয়াশা সতর্কবার্তা না থাকলেও কিছু জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা।

advertisement

উত্তরবঙ্গের দার্জিলিংয়ের ৬ ডিগ্রি সেলসিয়াসে পারদ। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েক দিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া। নীচের দিকের জেলা অর্থাৎ দুই দিনাজপুর ও মালদহতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী উইকেন্ডে।

কলকাতায় স্বাভাবিকের নীচেই রয়েছে দিন ও রাতের তাপমাত্রা। সকালে কুয়াশা/ধোঁয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী ২৪ ঘণ্টায় একই রকম থাকবে তাপমাত্রা সামান্য নামতে পারে পারদ। পরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা ২/৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। স্বাভাবিকের নীচে যে তাপমাত্রা রয়েছে, তা আবার স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বস্তা ভর্তি পচা মাংস, সবজি! হোটেলের রান্নাঘরে ঢুকলে 'গা ঘিনঘিন' করবে, ফাঁস হল অভিযানে
আরও দেখুন

আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Senyar Update: বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ ? বাংলায় সরাসরি প্রভাব নেই, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ুর উপকূল, কেরল এবং অন্ধ্রপ্রদেশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল