আরও পড়ুনঃ নৌকায় শুয়ে চলছিল প্রি-ওয়েডিং ফটোশুট! তারপর এমন দুর্ঘটনা ঘটল…কান্নায় ভেঙে পড়লেন হবু-বউ
ঘটনায় মিসিং ডায়েরি করা হয় হাসনাবাদ থানায়। এরপরই পরিবারের সদস্যরা মিনাখা হাসপাতাল থেকে তাঁকে উদ্ধার করে আজ ভোর তিনটে নাগাদ। সেখানে তাঁর শারীরিক অবস্থার সংকটাপন্ন হওয়ায় নিয়ে আসা হয় এসএসকে এম হাসপাতালে।
advertisement
সকাল ১১:৩০ টা নাগাদ এসএসকেএম এর পক্ষ থেকে মৃত ঘোষণা করা হয়। পরিবারকে জানানো হয় কোন কিছু তাকে খাইয়ে দেওয়া হয়েছিল, যেটা থেকে সংক্রমণ ছড়ায়, আর তার জেরেই মৃত্য।পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ দায়ের করতে গেলে , লেদার কমপ্লেক্স থানা এবং প্রগতি ময়দান থানায় অভিযোগ করতে গেলে তাঁদেরকে হাসনাবাদ থানায় যোগাযোগ করতে বলা হয়।
আরও পড়ুনঃ প্রবল শাসন উড়িয়ে বলিউডে পা! শাহরুখ-সলমনের সুপারহিট নায়িকা! কিন্তু শেষ ৭ বছরে কপালে জোটেনি একটিও ছবি
কীভাবে মৃত্যু হল এই কিশোরের, সন্দেহ গোটা পরিবারের। তাঁরা সন্দেহ করছেন সায়েন্স সিটি থেকে যখন তিনি নিখোঁজ হয়, সেখানেই কোনভাবে তাঁকে কিছু খাইয়ে দেওয়া হয়েছে আর তা থেকেই, যন্ত্রণায় ছটফট করতে থাকে নবম শ্রেণীর ছাত্র দেব ঘোষ