এ বছরের শুরুতেই অনুব্রত মণ্ডল লটারিতে এক কোটি টাকা জেতেন বলে খবর ছড়িয়েছিল৷ সম্প্রতি অনুব্রতর লটারিতে কোটি টাকা জয়ের পিছনে কোনও রহস্য রয়েছে কি না, তার তদন্ত শুরু করে তারা৷ কারণগরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রতকে অনেক দিন আগেই গ্রেফতার করেছে সিবিআই৷ তার আয়ের বিভিন্ন উৎসও খতিয়ে দেখছেন সিবিআই কর্তারা৷য
advertisement
আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে কুণালের মামলা, বড় নির্দেশ হাইকোর্টের! স্বস্তি বিরোধী দলনেতার
গত পরশুদিনই কলকাতায় সিবিআই দফতরে তলব করা হয় বোলপুরের এক লটারি ব্যবসায়ীকে৷ বাপি গঙ্গোপাধ্যায় নামে ওই ব্যবসায়ী অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে৷ অনুব্রত মণ্ডল লটারিতে যে কোটি টাকা জেতেন, তার টিকিট ওই দোকান থেকেই কেনা বলে সিবিআই সূত্রে খবর৷
আরও পড়ুন: চব্বিশের লোকসভা ভোটে বাংলায় কত আসন পাবে তৃণমূল? ভবিষ্যৎবাণী দিলীপের! তোলপাড় রাজ্য রাজনীতি
বোলপুরের লটারি ব্যবসায়ীকে জেরা করার পর আজ সকালেই বোলপুরের শান্তিনিকেতন রোডের একটি লটারির দোকানে হানা দেন সিবিআই কর্তারা৷ মিনিট পাঁচেক ওই দোকানে ছিলেন তাঁরা৷ সূত্রের খবর, কোটি টাকা জেতা অনুব্রত মণ্ডলের লটারির টিকিট নাকি এই দোকানেই ভাঙানোর জন্য নিয়ে আসা হয়েছিল৷
ঘটনাচক্রে, এ দিনই তৃতীয় বারের জন্য অনুব্রত মণ্ডলের মেয়েকে দিল্লির ইডি অফিসে তলব করা হয়েছে৷ গরু পাচার মামলায় এই নিয়ে পর পর তিন দিন অনুব্রত কন্যা ইডি অফিসে হাজিরা দিলেন৷ অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মনীশ কোঠারিকেও আজ ফের হাজিরা দিতে বলেছে ইডি৷