TRENDING:

Death of a school girl: গাড়ির টায়ার ফেটে ভয়াবহ ঘটনা! পুজো দিতে এসে প্রাণ গেল ১১ বছরের বালিকার

Last Updated:

মায়ের সঙ্গে বিপত্তারিণীর পুজো দিতে এসেছিল সায়ন্তিকা বাদুড়িয়া থানার নয়া বসতিয়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, পুজো করার সময় মন্দিরের মধ্যে বসেছিল সায়ন্তিকা। মায়ের সঙ্গে পুজো দিচ্ছিল সেও। এমন সময় রাস্তা দিয়ে একটি ম্যাক্স বোলেরো গাড়ি যাচ্ছিল। সেই গাড়ির টায়ার ফাটে। তার পর টায়ার থেকে রিং খুলে ছিটকে গিয়ে সায়ন্তিকার গায়ে লেগে বিপত্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাদুড়িয়া: পুজো দিতে এসে প্রাণ চলে গেল বালিকার। ঘটনায় শোরগোল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। রাস্তায় হঠাৎ একটি গাড়ির চাকার টায়ার ফেটে যায়। তাতেই মৃত্যু হয় বালিকার। বছর এগারোর স্কুল পড়ুয়ার নাম সায়ন্তিকা মন্ডল। কী ভাবে মৃত্যু? সূত্রের খবর, টায়ার ফেটে যেতে টায়ারে লাগানো লোহার রিং ছিটকে গিয়ে বালিকার গায়ে লেগেই মৃত্যু হয়।
গাড়ির টায়ার ফেটে ভয়াবহ ঘটনা!
গাড়ির টায়ার ফেটে ভয়াবহ ঘটনা!
advertisement

আকস্মিক সেই ঘটনার ভয়াবহতায় স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা।

সূত্রের খবর, মায়ের সঙ্গে বিপত্তারিণীর পুজো দিতে এসেছিল সায়ন্তিকা বাদুড়িয়া থানার নয়া বসতিয়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, পুজো করার সময় মন্দিরের মধ্যে বসেছিল সায়ন্তিকা। মায়ের সঙ্গে পুজো দিচ্ছিল সেও। এমন সময় রাস্তা দিয়ে একটি ম্যাক্স বোলেরো গাড়ি যাচ্ছিল। সেই গাড়ির টায়ার ফাটে। তার পর টায়ার থেকে রিং খুলে ছিটকে গিয়ে সায়ন্তিকার গায়ে লেগে বিপত্তি।

advertisement

আরও পড়ুন- ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা! প্ল্যাটফর্মে শুয়ে ছটফট করতে করতে মৃত্যু বৃদ্ধের

রাস্তার রক্ষণাবেক্ষণ না হওয়া জন্য এই দুর্ঘটনা বলে দাবি করেছেন স্থানীয়দের কেউ কেউ । ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে বাদুড়িয়া থানার পুলিশ।

একই দিনে মালদায়ও এমন আকস্মিক মৃত্যুর ঘটনা নজরে আসে। ট্রেন থ্যেকে নামতে গিয়ে আহত হন এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ। স্টেশনে শুয়ে ছটফট করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনুপম সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death of a school girl: গাড়ির টায়ার ফেটে ভয়াবহ ঘটনা! পুজো দিতে এসে প্রাণ গেল ১১ বছরের বালিকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল