আর নানা স্বাদের এই কেকের সম্ভারে এখন জমে উঠেছে শহরের উৎসবের আমেজ। রঘুনাথপুর শহরের বাসিন্দা দোকান ব্যবসায়ী রাকেশ কর প্রায় চার বছর আগে শহরের বুকে এই দোকানটি শুরু করেন। শুরু থেকেই নতুনত্ব ও মানের দিক থেকে অন্যদের থেকে আলাদা কিছু উপহার দেওয়ার লক্ষ্যেই কাজ করেছেন তিনি।
advertisement
নতুনত্ব ও অভিনব স্বাদের এক অনন্য কেকের মেলবন্ধন এনে তিনি শহরের কেকপ্রেমীদের মন জয় করেছেন।
দোকানে কেক বিক্রি করা মুক্তা গরাই, কমলা সেন, মহিনী মুখার্জি বলেন, “রঘুনাথপুর শহরে এমন অভিনব স্বাদের কেক আগে কখনও আসেনি। দোকান খোলার পর থেকেই কেকগুলো শহরজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও তেমন অসাধারণ স্বাদের।”
রঘুনাথপুর শহরবাসী উপভোগ করছে লন্ডন বেকারির সেই নতুনত্ব ও অভিনব স্বাদের কেকের সুবাস, যা শহরের কেকপ্রেমীদের জন্য এনে দিয়েছে এক অনন্য আনন্দের অভিজ্ঞতা। যেখানে প্রতিটি কেকের টুকরোয় লুকিয়ে আছে নতুন স্বাদের এক চমক।
শান্তনু দাস