TRENDING:

London Cake Shop In Purulia: লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি

Last Updated:

London Cake Shop In Purulia: পুরুলিয়ার রঘুনাথপুরে লন্ডন বেকারিতে ২৫ রকমের নতুনত্ব কেকের সম্ভার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : একটা-দু’টা নয়, প্রায় ২৫ রকমের নতুনত্ব ও অভিনব স্বাদের কেকের সম্ভার এবার পুরুলিয়ার রঘুনাথপুর শহরে। চোকো চিপস, পাইনঅ্যাপেল, চকো ট্রিপল, সুইস প্যানেলা মেনি সহ আরও বহু রকমের আকর্ষণীয় কেক নিয়ে শহরের বুকে হাজির হয়েছে ‘লন্ডন বেকারি পিজা কার্স।’ শহরের অন্যান্য দোকানে সাধারণত যে কেকগুলো পাওয়া যায় না সেই কেকগুলো শহরের এই দোকানে মিলছে খুবই স্বল্প মূল্যে।
advertisement

আর নানা স্বাদের এই কেকের সম্ভারে এখন জমে উঠেছে শহরের উৎসবের আমেজ। রঘুনাথপুর শহরের বাসিন্দা দোকান ব্যবসায়ী রাকেশ কর প্রায় চার বছর আগে শহরের বুকে এই দোকানটি শুরু করেন। শুরু থেকেই নতুনত্ব ও মানের দিক থেকে অন্যদের থেকে আলাদা কিছু উপহার দেওয়ার লক্ষ্যেই কাজ করেছেন তিনি।

আরও পড়ুন –Success Story: বাবা নেই, মা হাসপাতালের সাফাই কর্মী, মেয়ে ফুটবল পায়ে দেশের মুখ উজ্জ্বল করল বিশ্ব দরবারে

advertisement

নতুনত্ব ও অভিনব স্বাদের এক অনন্য কেকের মেলবন্ধন এনে তিনি শহরের কেকপ্রেমীদের মন জয় করেছেন।

View More

দোকানে কেক বিক্রি করা মুক্তা গরাই, কমলা সেন, মহিনী মুখার্জি বলেন, “রঘুনাথপুর শহরে এমন অভিনব স্বাদের কেক আগে কখনও আসেনি। দোকান খোলার পর থেকেই কেকগুলো শহরজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও তেমন অসাধারণ স্বাদের।”

advertisement

রঘুনাথপুর শহরবাসী উপভোগ করছে লন্ডন বেকারির সেই নতুনত্ব ও অভিনব স্বাদের কেকের সুবাস, যা শহরের কেকপ্রেমীদের জন্য এনে দিয়েছে এক অনন্য আনন্দের অভিজ্ঞতা। যেখানে প্রতিটি কেকের টুকরোয় লুকিয়ে আছে নতুন স্বাদের এক চমক।

সেরা ভিডিও

আরও দেখুন
লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি
আরও দেখুন

শান্তনু দাস

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
London Cake Shop In Purulia: লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল