TRENDING:

রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে ফিরলেন প্রিয় শিক্ষক, আবেগে ভাসল বর্ধমান

Last Updated:

হুডখোলা গাড়িতে শহর পরিক্রমা করে তাঁকে স্কুলে নিয়ে যাওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিক্রমের ব্যর্থতার হতাশাকে দূরে সরিয়ে জাতীয় শিক্ষক বরণে মাতলো বর্ধমানের বাসিন্দারা। রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে আজ রাজধানী এক্সপ্রেসে বর্ধমান স্টেশনে ফেরেন বর্ধমানের কাঞ্চননগরের দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুভাষ চন্দ্র দত্ত। সেখানে ফুল ছড়িয়ে মালা পরিয়ে তাঁকে বরন করে নেন বর্ধমানের বাসিন্দারা, তার স্কুলের শিক্ষক, পড়ুয়ারা। এরপর হুডখোলা গাড়িতে শহর পরিক্রমা করে তাঁকে স্কুলে নিয়ে যাওয়া হয়।
advertisement

ক্যান্সারে আক্রান্ত হয়েও তিনি নিয়মিত স্কুলে থেকে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে পরিবেশ ও জীব বৈচিত্র্য বিষয়ে পড়ুয়াদের নিয়ে কাজ করে চলেছেন। তারই স্বীকৃতি স্বরূপ শিক্ষক দিবসে তাঁর হাতে জাতীয় শিক্ষকের সম্মান তুলে দেন রাষ্ট্রপতি। বর্ধমানবাসীর শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত সুভাষবাবু।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে ফিরলেন প্রিয় শিক্ষক, আবেগে ভাসল বর্ধমান