TRENDING:

নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার বস্তাভর্তি তাজা বোমা! তুমুল চাঞ্চল্য জামালপুরে

Last Updated:

Bardhaman News : নির্মীয়মান বাড়ি থেকে বস্তাভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের জামালপুর থানার অমরপুরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: নির্মীয়মান বাড়ি থেকে বস্তাভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের জামালপুর থানার অমরপুরে। যেখান থেকে বোমা উদ্ধার হয়েছে সেটি তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস বলে দাবি বিজেপির। যদিও তা পার্টি অফিস বলে মানতে নারাজ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তবে তৃণমূলের ছেলেরা ওই নির্মীয়মান ঘরে বসত বলে জানা গিয়েছে।
advertisement

তৃণমূলের দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বর্তমান ব্লক সভাপতির গোষ্ঠী তাঁদের ফাঁসাতে এই বোমা রেখেছে বলে দাবি ব্লক সভাপতির প্রতিপ্ক্ষ গোষ্ঠীর।গোষ্ঠী দ্বন্দ্বের তত্ত্ব মানতে নারাজ জামালপুর ব্লক তৃণমুলের সভাপতি মেহেমুদ খান। ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ।

আরও পড়ুন: শহর থেকে একটু দূরে উইকেন্ড ডেস্টিনেশন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুরের অমরপুরে একটি নির্মীয়মান বাড়ি থেকে বস্তা ভর্তি বোমা উদ্ধার হয়। বাড়ির মালিক হিরু শেখের দাবি, বাড়ি তাঁর হলেও এই বাড়িটি তৃণমূলের অস্থায়ী  পার্টি অফিসে পরিনত হয়েছে। বাড়িটিতে জানালা, দরজা কিছুই নেই। এই বাড়িতে বস্তাভর্তি বোমা মজুত আছে বলে পুলিশের কাছে খবর আসে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বোমা উদ্ধার করে পুলিশ।

advertisement

যে অস্থায়ী পার্টি অফিস থেকে  বোমা উদ্ধার  হয়েছে সেখানে জামালপুরের ব্লক সভাপতি মেহমুদ খানের বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন বসেন। তাই তাদের ফাঁসাতেই এই বোমা রেখে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয় তৃনমূল নেতা তথা বাড়ির মালিক হিরু শেখের।

আরও পড়ুন: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা এই বলিসুন্দরীরা

যদিও অভিযোগ অস্বীকার করেছেন মেহমুদ খান। তিনি বলেন, "এই ব্লকে তৃণমূলের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কারা ওই বাড়িতে বসত তা বাড়ির মালিকই বলতে পারবে।"

advertisement

বালি, কাটমানি, সিন্ডিকেটের দখল কাদের হাতে থাকবে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ের ফলেই এই বিপুল পরিমাণ বোমা মজুত করা হয়েছে, কটাক্ষ বিজেপির। তাঁরা বলছেন, সামনেই পঞ্চায়েত ভোট। কে প্রার্থী হবে তা নিয়ে তৃণমূলে গোষ্ঠীকোন্দল চরমে। সেই জন্যই বোমা মজুত করা হয়েছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
এই মেলায় ‘বউ’ পছন্দ হলেই পাকা কথা! দূরে যেতে হবে না, হাতের কাছই বড় সুযোগ
আরও দেখুন

পুলিশের পক্ষ থেকে সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে। কি উদ্দেশ্যে, কারা এই বোমা মজুত করেছিল তা তদন্ত করে দেখছে জামালপুর থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার বস্তাভর্তি তাজা বোমা! তুমুল চাঞ্চল্য জামালপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল