প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: নিজেদের শক্ত ঘাঁটিতে প্রার্থীই দিতে পারল না বিজেপি। সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। ঢাক বাজিয়ে বিজয় উল্লাসে নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি জারি না করেই ভোট করিয়েছে তৃণমূল, এমনই দায়সারা উত্তর বিজেপির।
advertisement
ফের আরও একটি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী শাসক তৃণমূল। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকুড়া-২ ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের সেন্দড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ন’টি আসনেই জয় পেলেন তৃণমূল প্রার্থীরা। শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অন্য কোন রাজনৈতিক দলের তরফে মনোনয়নপত্র জমা না পড়ায় তৃণমূলের ৯ জন প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়। ২০২৬-এর নির্বাচনের আগে এই জয়ে শক্তি বাড়ল শাসক শিবিরের।
এদিন জয়ের খবরে আনন্দ উৎসবে মেতে উঠেন তৃণমূল নেতা কর্মীরা। উপস্থিত বাঁকুড়া-২ ব্লক তৃণমূল সভাপতি বিধান সিংহ বলেন, ”এই এলাকায় লোকসভা ভোটে তুলনামূলকভাবে আমাদের ভোট কমেছে। তবে আমাদের কর্মীরা ঘুরে দাঁড়িয়েছে। এখন সকলেই বাংলা বিরোধী বিজেপিকে উচিৎ শিক্ষা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।”
শক্ত ঘাঁটিতে কেন প্রার্থী দিতে পারল না বিজেপি? প্রশ্নের উত্তরে ভোট চুরি করার জন্য প্রকাশ্যে বিজ্ঞপ্তি জারি না করেই ভোট করিয়েছে তৃণমূল, এমনই দায়সারা উত্তর দিয়ে দায়িত্ব এড়িয়েছে বিজেপি নেতৃত্ব।