TRENDING:

Barasat Medical College & Hospital: পাশে পড়ে রয়েছে মাথা, হাত, পা, চোখ... ময়লার ভ‍্যাটে দেহ! বারাসত মেডিকেল কলেজে হাড়হিম দৃশ্য

Last Updated:

Barasat Medical College & Hospital: বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভ্যাটের মধ্যে পড়ে ক্ষত-বিক্ষত মৃতদেহ। পাশেই পড়ে রয়েছে মাথা, হাত, চোখ, দাঁত সহ শরীরের একাধিক অংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসাত: বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভ্যাটের মধ্যে পড়ে ক্ষত-বিক্ষত মৃতদেহ। পাশেই পড়ে রয়েছে মাথা, হাত, চোখ, দাঁত সহ শরীরের একাধিক অংশ। বৃহস্পতিবার সাতসকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। আবর্জনা স্তূপে মৃতদেহ এল কীভাবে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
পাশে পড়ে রয়েছে মাথা, হাত, পা, চোখ... ময়লার ভ‍্যাটে দেহ! বারাসত মেডিকেল কলেজে হাড়হিম দৃশ্য
পাশে পড়ে রয়েছে মাথা, হাত, পা, চোখ... ময়লার ভ‍্যাটে দেহ! বারাসত মেডিকেল কলেজে হাড়হিম দৃশ্য
advertisement

এ নিয়ে হাসপাতালের সাফাই বিভাগের কর্মী নিতাই মণ্ডল বলেন, ‘‘প্রতিদিনই হাসপাতালে নোংরা আবর্জনা এই স্তুপে রাখতে আসি। আজ এসে দেখলাম একজন মানুষের দেহ পড়ে রয়েছে খণ্ডবিখণ্ড অবস্থায়। সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানিয়েছি।’’ তবে দেহটি কোনও বেওয়ারিশ দেহ নয় বলেই জানালেন হাসপাতালের সাফাই বিভাগের সুপারভাইজার রনজিত মুখোপাধ্যায়।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস সকালে সবুজ, দুপুরে কালো, সন্ধ‍্যায় নীল এবং রাতে সাদা? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনা হয়
আরও দেখুন

তিনি বলেন, ‘‘ এটা কোনও বেওয়ারিশ দেহ নয়। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য দেহ আনা হয়েছে। সেটি ওখানে ফেলে রেখেছে হয় তো মেডিকেলে কলেজের পড়ুয়ারা। এটা সরিয়ে দেওয়া হবে।’’ তবে ঘটনাটি প্রকাশ‍্যে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল‍্য।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Medical College & Hospital: পাশে পড়ে রয়েছে মাথা, হাত, পা, চোখ... ময়লার ভ‍্যাটে দেহ! বারাসত মেডিকেল কলেজে হাড়হিম দৃশ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল