TRENDING:

Bangla News: চরম মর্মান্তিক! সদ্যোজাত কন্যা সন্তানকে জঙ্গলে ফেলে পালাল বাবা-মা, এলাকায় চাঞ্চল্য

Last Updated:

Bangla News: পিংলায় সদ্যোজাত কন্যা সন্তানকে জঙ্গলে ফেলে পালাল পরিবার,পিংলা পুলিশের তৎপরতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: পিংলায় সদ্যজাত কন্যা সন্তানকে জঙ্গলে ফেলে পালাল পরিবার,পিংলা পুলিশের তৎপরতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷
আরও বড় চমক হল, যুবক অবিবাহিত।

 দ্য সান ওয়েবসাইট-এর প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বছর ৩২-এর কাইলি জর্ডি ৮৭ টা সন্তানের বাবা। বলা হচ্ছে, চলতি বছরই নাকি এই সংখ্যা ১০০ ছোঁবে।
আরও বড় চমক হল, যুবক অবিবাহিত। দ্য সান ওয়েবসাইট-এর প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বছর ৩২-এর কাইলি জর্ডি ৮৭ টা সন্তানের বাবা। বলা হচ্ছে, চলতি বছরই নাকি এই সংখ্যা ১০০ ছোঁবে।
advertisement

আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দুজিপুর এলাকায় একটি জঙ্গলে সদ্যোজাত কন্যা সন্তানকে ফেলে পালাল পরিবার। অঘটনের আগেই খবর যায় পিংলা থানায়।

আরও পড়ুন-যৌনদৃশ্যে উদ্দাম রোম্যান্স! ঠোঁটঠাসা চুম্বনে রক্তারক্তি কাণ্ড…! মাধুরীর সঙ্গে যা করেছিল এই অভিনেতা, জানলে শিউরে উঠবেন

দ্রুততার সঙ্গে চাইল্ড ডিপার্টমেন্টে জানিয়ে শিশুটিকে উদ্ধার করে খড়্গপুরে পাঠানো হয়।পাশাপাশি তাকে মেদিনীপুর মেডিক্যালে রেফার করা হচ্ছে বলে সূত্রের খবর। আর এই ধরনের ঘটনায় পরিবারের প্রতি নিন্দার ঝড় তুলেছে পিংলাবাসী।

advertisement

আরও পড়ুন-এবার আরও ভয়ঙ্কর…! কয়েকশো গুণ শক্তি বাড়ছে সূর্যের, বুধের দুর্লভ সংযোগে ৪ রাশি ‘মালামাল’ অঢেল টাকার ফোয়ারা, লটারি লাগবে কাদের?

অপরদিকে এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রেখা হুই বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পিংলা থানায় জানাই। ওনারা দ্রুত ব্যবস্থা গ্রহন করেন। বর্তমানে শিশুটিকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে ভাল চিকিৎসার জন্য।

advertisement

Digbijoy Mahali

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: চরম মর্মান্তিক! সদ্যোজাত কন্যা সন্তানকে জঙ্গলে ফেলে পালাল বাবা-মা, এলাকায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল