দিন কয়েক আগেই এমন একটি ঘটেছিল বর্ধমানে। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে গিয়েছিল অ্যাম্বুল্যান্স ও যাত্রী সমেত মারুতি ইকো গাড়ি। বর্ধমানের (Burdwan) নবাবহাট এলাকার ১০৮ শিব মন্দিরের সামনে এই ঘটনা ঘটেছিল। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় ইকো গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। এমন কি, অ্যাম্বুল্যান্সে থাকা রোগী সহ যাত্রীদেরও উদ্ধার করে অন্য গাড়িতে করে হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: ছেলে দেখে ফেলল মায়ের 'রূপ', তারপরই দুই বাড়িতে দুই ঝুলন্ত দেহ! হাড়হিম ঘটনা উস্তিতে
আরও পড়ুন: বড় খবর! নাম বাদ মুকুল-শোভন-সব্যসাচীর! কোথা থেকে, কেন বাদ গেল ত্রয়ীর নাম?
অ্যাম্বুল্যান্সটির পিছনে থাকা একটি মারুতি ইকো গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে নেমে যায় বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। গাড়ির মধ্যে আটকে পড়েন চার জন যাত্রী। দুর্ঘটনা ঘটতে দেখেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা৷ গাড়ির ভিতরে আটকে থাকা চারজনকে উদ্ধার করে ও অ্যাম্বুল্যান্সে থাকা রোগীকে অন্য গাড়িতে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এবার মুর্শিদাবাদেও ঘটল একই ঘটনা। তবে, এক্ষেত্রে শুধু অ্যাম্বুল্যান্সটিই পুকুরে পড়ে যায়।