আরও পড়ুনঃ সস্তার ফলেই পেটের রোগের দাওয়াই! কিউই বা অ্যাভোকাডো নয়—আসল ‘গাট হিলিং সুপারফুড’ হল পেয়ারা
রাত প্রায় সাড়ে আটটা নাগাদ নতুনহাট হাসপাতালের কাছাকাছি পৌঁছতেই পিছন দিক থেকে একটি লরি সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ধাক্কার জেরে সকলেই বাইক থেকে ছিটকে পড়েন। মায়ের কোলে থাকা ছোট্ট অনিমেষ ছিটকে পড়ে যায় রাস্তায়। মুহূর্তের মধ্যে পেছন থেকে আসা লরির সামনের চাকায় পিষ্ট হয়ে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
advertisement
তবে, আশ্চর্যজনকভাবে বিধান মাঝি ও তাঁর স্ত্রী অক্ষত থাকেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ক্ষুব্ধ হয়ে ঘাতক লরিটিকে আটক করেন এবং পুলিশে খবর দেন। ঢিল ছোঁড়া দূরত্বে থাকা মঙ্গলকোট থানা থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও লরিটি আটক করে।আজ, বৃহস্পতিবার কাটোয়া মহকুমা হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মাত্র দুই বছরের অনিমেষের অকাল মৃত্যুতে বাগদিপাড়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা বলেন, “অবিশ্বাস্য… এত ছোট্ট প্রাণটা চলে গেল, আমাদেরও খুবই কষ্ট হচ্ছে।”






