বিয়ে উপলক্ষে মোট তিনটি কার্ড তৈরি করা হয়েছে। কবে, কোথায় বসবে বিয়ের সব অনুষ্ঠানের আসর, কোন অনুষ্ঠান কতক্ষণ চলবে তার সব খুঁটিনাটি রয়েছে তিনটি কার্ডে। মেহন্দি, বিয়ে ও রিসেপশন পার্টি নিয়ে দুদিনের অনুষ্ঠানের কার্ডেই ব্যবহার করা হয়েছে সবুজ রং। নিমন্ত্রিতদের প্রাকৃতিক ছোঁয়া দিতে কার্ডে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ফয়েলেজ প্রিন্ট। তবে পুরো ব্যাপারটাই হতে চলেছে ইকো-ফ্রেন্ডলি। অনলাইনেই বিয়ের কার্ড পাঠিয়ে দেওয়া হবে নিমন্ত্রিতদের।
advertisement
আরও পড়ুন: 'জীবনে যেন ঘটতে চলেছে ম্যাজিক', বিয়ে নিয়ে মুখ খুললেন সোনম-আনন্দ
বান্দ্রার সিগনেচার আইল্যান্ড সানটেক-এ আগামী ৭ মে মেহন্দির অনুষ্ঠান দিয়ে শুরু হবে বিয়ে পর্ব। ৮ মে সোনমের আন্টির বাংলো রকডেল-এ ঐতিহ্য মেনে হবে বিয়ে। আচার-অনুষ্ঠান চলবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এরপর সন্ধেয় মুম্বইয়ের বিলাসবহুল দ্য লীলা হোটেলে রয়েছে গ্র্যান্ড রিসেপশন পার্টি। প্রতিটা অনুষ্ঠানে অতিথিদের জন্য রাখা হয়েছে নির্দিষ্ট ড্রেস কোডও। কোনও উপহার যে তারা গ্রহণ করবেন না সে কথাও উল্লেখ করা হয়েছে কার্ডে।
ভারতে বিয়ে হবে না বিদেশে, কবে হতে চলেছে বিয়ে, তা নিয়ে যেমন জল্পনা চলছিল, তেমনই শোনা যাচ্ছিল সোনম-আনন্দের হাই প্রোফাইল বিয়ের সঙ্গীতের অনুষ্ঠানের পুরো দায়িত্বে রয়েছেন করণ জোহর, কোরিওগ্রাফি করছেন ফারহা খান। যদিও মেহন্দির কার্ডে আলাদা করে সঙ্গীতের অনুষ্ঠানের কোনও উল্লেখ নেই।
বিয়ের আয়োজনের মাঝেই আগামী ছবি ভির দি ওয়েডিং-এর প্রচার করে চলেছেন সোনম। বিয়ের পরই ১৪-১৫ মে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটেও হাঁটবেন তিনি। ১ জুন মুক্তি পেতে চলেছে ভির দি ওয়েডিং।