TRENDING:

বড় খবর ! আগামী দু’দিন বন্ধ হতে পারে ইন্টারনেট পরিষেবা, সমস্যা হতে পারে ব্যাঙ্কের লেনদেনে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পুজোর আগেই মহাবিপদ ! আগামী দু’দিন, অর্থাৎ শনি ও রবিবার ইন্টারনেট পরিষেবায় সমস্যা দেখা যাবে গোটা বিশ্ব জুড়েই ৷ এর ফলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ বলে মনে করা হচ্ছে ৷ অনেক গুরুত্বপূর্ণ কাজই বন্ধ হয়ে যেতে পারে ৷ বন্ধ হতে পারে ব্যাঙ্কের লেনদেনও ৷ Russia Today-র রিপোর্ট অনুযায়ী, ইন্টারনেট ইউজাররা আগামী ৪৮ ঘণ্টা ‘নেটওয়ার্ক কানেকশন ফেলিওর’ সমস্যার সম্মুখীন হতে পারেন ৷ এর কারণ হল, মেইন ডোমেন সার্ভার এবং এর সঙ্গে জড়িত সব পরিকাঠামোই বেশ কিছু সময়ের জন্য বন্ধ থাকবে ৷
advertisement

রিপোর্ট অনুযায়ী, ‘দ্য ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নম্বরস (ICANN)’ এখন মেইন্টেনেন্সের কাজ করবে ৷ ICANN ক্রিপ্টোগ্রাফিক কি (Key) বদলাবে ৷ যা ইন্টারনেটের ডোমেন নেম সিস্টেম (DNS)-কে প্রোটেক্ট করবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

কমিউনিকেশনস রেগুলেটরি অথারিটি (CRA)-র একটি স্টেটমেন্টে জানানো হয়েছে বিশ্বজুড়েই ইন্টারনেট পরিষেবা আগামী ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ৷ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) বা নেটওয়ার্ক প্রদাণকারীরা এর জন্য প্রস্তুত না থাকায় বেশ কিছু ইন্টারনেট ইউজাররা এর জন্য সমস্যায় পড়তে পারেন বলে জানানো হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বড় খবর ! আগামী দু’দিন বন্ধ হতে পারে ইন্টারনেট পরিষেবা, সমস্যা হতে পারে ব্যাঙ্কের লেনদেনে