রিপোর্ট অনুযায়ী, ‘দ্য ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নম্বরস (ICANN)’ এখন মেইন্টেনেন্সের কাজ করবে ৷ ICANN ক্রিপ্টোগ্রাফিক কি (Key) বদলাবে ৷ যা ইন্টারনেটের ডোমেন নেম সিস্টেম (DNS)-কে প্রোটেক্ট করবে ৷
কমিউনিকেশনস রেগুলেটরি অথারিটি (CRA)-র একটি স্টেটমেন্টে জানানো হয়েছে বিশ্বজুড়েই ইন্টারনেট পরিষেবা আগামী ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ৷ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) বা নেটওয়ার্ক প্রদাণকারীরা এর জন্য প্রস্তুত না থাকায় বেশ কিছু ইন্টারনেট ইউজাররা এর জন্য সমস্যায় পড়তে পারেন বলে জানানো হয়েছে ৷
advertisement
Location :
First Published :
October 12, 2018 5:24 PM IST
