বৃহস্পতিবার সকাল থেকেই স্নান যাত্রা উপলক্ষ্যে ভক্তদের ঢল নেমেছে মায়াপুরের ইসকনে ৷ ইসকনের জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে স্নান করাননোর লম্বা লাইন পড়েছে। কিন্তু এই স্নানের পর আর দেখা দেবেন না ভগবান ৷ স্নানের পর জ্বরে কাবু হয়ে গৃহবন্দী হয়ে থাকবেন জগন্নাথদেব। রথের আগে পর্যন্ত আর আসবেন না ভক্তদের সামনে ৷ আবার ১৪ জুলাই রথ যাত্রার দিন রাজবেসে সাজবেন জগন্নাথ ৷ রাজরথে চড়ে অবতীর্ণ হবেন ভক্তকূলের মধ্যে ৷ রথে চেপে নদিয়ার রাজাপুর ইসকনের জগন্নাথ মন্দির থেকে মায়াপুর চন্দ্রদয় মন্দিরে যাবেন তিনি। উল্টোরথ পর্যন্ত ইসকনের অস্থায়ী গুন্ডিচায় থাকবেন।
advertisement
আরও পড়ুন: ৬২২ বছর পেরিয়ে আজও এই দিনে ২৮ ঘড়া গঙ্গাজল আর দুধে স্নান করেন মাহেশের জগন্নাথ
আজও চিরাচরিত রীতিনুযায়ী মহা সমরোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। সেই সঙ্গে আজ থেকেই রথযাত্রার শুভ সূচনা হয়ে গেল। রথযাত্রায় যোগ দিতে প্রতি বছরের মতো এ বছরেও দেশ বিদেশের হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছেন ইসকন মায়াপুরে।
আরও পড়ুন: সোনার কুয়ো থেকে তোলা ১০৮ ঘটি জলে স্নানযাত্রা শুরু পুরীর জগন্নাথদেবের