২০০৪-০৫ সালে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগেই সামনে এসেছে এমন কেলেঙ্কারি ৷ পুলিশি তদন্তে উঠে এসেছে, বি.এড-এর জাল সার্টিফিকেট জমা দিয়ে চাকরিতে যোগ দিয়েছেন প্রায় ২৫০০ শিক্ষক ৷ শুধু শিক্ষকেরাই নয়, তদন্তে প্রকাশ প্রতারণায় জড়িত ডঃ ভীমরাও অম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ৩০ জন অফিসকর্মী ৷ তাদেরই হাত যশে ইস্যু করা হয়েছে এই বিপুল পরিমাণ জাল মার্কশিট ও নথি ৷
advertisement
আরও পড়ুন
বেতন ৭৩ হাজার, মেট্রো রেলে আকর্ষণীয় চাকরির সুযোগ
হাইকোর্টে এই সংক্রান্ত তথ্য-নথি পেশ করা হতেই বিচারপতি অবিলম্বে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর জারি করার নির্দেশ দেন ৷ আগ্রার ওই বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত অফিসকর্মীদের বিরুদ্ধেও শীঘ্রই চার্জশিট জমা করতে চলেছে সিট ৷
Location :
First Published :
September 10, 2018 4:58 PM IST