অধিনায়ক উইলিয়ামসনের ক্রিকেট দর্শন অনেকটা পাল্টে দিয়েছে শ্রীবৎসকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে কিউই অধিনায়ককে স্ট্যাম্পড করেছিলেন বিরাটের বলে। সেই উইলিয়ামসনকে আইপিএলে দেখেই মুগ্ধ বঙ্গকিপার।
হেয়ারস্টাইলে পরিবর্তন করেছেন। জিম করে নিজেকে ফিট রাখছেন। আইপিএলের জন্য ইংল্যান্ডে খেলতে যাওয়া হয়নি। বড়িশার হয়ে সুপার কাপে নামতে চান পরিণত শ্রীবৎস। ফিজিক্যাল ট্রেনার প্রেমিকাকে সঙ্গে নিয়ে সোমবার ইডেনে ঘুরে গেলেন শ্রীবৎস গোস্বামী। ঋদ্ধি, ঋষভ, সঞ্জু,ঈশান,দীনেশ কার্তিকদের সঙ্গে লড়াইটা কঠিন মানছেন। তবে জাতীয় জার্সিতে স্বপ্ন এখনও ছাড়ছেন না শ্রীবৎস।
advertisement
Location :
First Published :
June 05, 2018 1:08 PM IST