TRENDING:

SHOCKING! মহিলাদের হস্টেলে টয়লেটের ভিতরে স্পাই ক্যামেরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: সুসজ্জিত টয়লেট ৷ দেওয়ালে লাগানো দামী দামী বাল্ব, হ্যাঙ্গার ৷ কিন্তু সেই সমস্ত কিছুর মধ্যে দিয়েই অনবরত চলছে লাইভ রেকর্ড ৷
advertisement

সম্প্রতি এমনই একটি ভয়াবহ ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে গোটা দেশে ৷ চেন্নাইয়ের আদামবাক্কাম এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে এই হস্টেলটি ৷ আর এই হস্টেল তথা বাড়িটির তত্ত্বাবধানে ছিল এ সম্পত রাজ ৷

শুধু বাল্ব কিংবা হ্যাঙ্গারেই নয় ৷ সম্পত একটি লাল-কালো হাতঘড়ি পড়ত ৷ সেই হাতঘড়ির ভিতরেও লাগানো ছিল স্পাই ক্যামেরা ৷ পুলিশি তদন্তের পর উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য ৷ লেডিজ হস্টেলের অন্দরের সমস্ত কিছুই রেকর্ড হত সম্পতের লাল-কালো হাতঘড়ির মধ্যে দিয়ে ৷

advertisement

কয়েক বছর আগে রিয়েল এস্টেট তৈরি করার স্বপ্ন নিয়ে ত্রিচিতে নিজের বাড়ি ছেড়ে চেন্নাইয়ে এসেছিলেন সম্পত ৷ কিন্তু হাজারো বাধার জেরে নিজের ব্যবসা দাঁড় করাতে পারেনি অভিযুক্ত ব্যক্তি ৷ উল্টে কয়েক লক্ষ টাকার লোকসান হয় সম্পতের ৷

এরপর ২০১১ সালে রোজগার করার নয়া উপায় বের করে সম্পত ৷ নিজের বাড়িটিকেই মেয়েদের ভাড়া দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে সে ৷ সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিতেই ৬টি মেয়ে ৭হাজার টাকার বিনিময়ে থাকতে শুরু করেন সেই বাড়িতে ৷

advertisement

মহিলাদের ভাড়া দেওয়ার আগেই সেই বাড়ির বিভিন্ন জায়গায় উচ্চপ্রযুক্তি সম্পন্ন ২,৫০০ স্পাই ক্যামেরা লাগায় সম্পত ৷ এমনকী, টয়লেটের ভিতরেও লাগানো হয় ক্যামেরা ৷ বাথরুমে যদি জলের কিংবা অন্য কিছুর আওয়াজ হয় তাহলেই রেকর্ড হতে শুরু করবে সেই ক্যামেরা ৷ আবার সেই আওয়াজ থেমে গেলে নিজে থেকেই স্ট্যান্ডবাই মোডে চলে যেত সেই ক্যামেরা ৷ বাড়িতেই তৈরি করেছিল সে একটা ছোট্ট অফিস ৷ সেই অফিস থেকেই চল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে, কোনও ফুটেজই রেকর্ড কোনও ভিডিও নেই ৷ পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটের তিনটি বাথরুমের ভিতরই সকেট, বাল্ব এবং হ্যাঙ্গারের মধ্যে রাখা ছিল সেই স্পাই ক্যামেরা ৷ পুলিশি জেরার মুখে সম্পত জানায়, কেউ যখন ফ্ল্যাটে থাকতেন না ৷ সেই সময় তালার ডুপ্লিকেট চাবি বানিয়ে সে তাদের ফ্ল্যাটে ঢুকত এবং এই সমস্ত কর্মকাণ্ড করত ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
SHOCKING! মহিলাদের হস্টেলে টয়লেটের ভিতরে স্পাই ক্যামেরা