আরও পড়ুন: অসমে নাগরিকপঞ্জি বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চান মমতা বন্দ্যোপাধ্যায়
লাড্ডুর ব্যবসায় মন্দা যাচ্ছিল। তাই মাসিক পাঁচ হাজার টাকায় কারখানা ঘরটি ভাড়া দেন কাটাডাঙার বাসিন্দা কালীচরণ সাউ। ভাড়া নেন আবদুল শেখ। তিরিশ হাজার টাকা অগ্রিমও দেন তিনি। কালীচরণের দাবি, ব্যাগ তৈরির জন্যই কারখানা ঘর ভাড়া দিয়েছিলেন তিনি। সোমবার সেই কারখানাতেই অভিযান চালাল এসটিএফ। উদ্ধার হল অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম ও লোহালক্কড়। মিলল দুটি লেদ মেশিন ও দুটি ড্রিল মেশিন। বেআইনি কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন আবদুল সহ ছ'জন। ঘটনায় হতবাক এলাকাবাসী।
advertisement
আরও পড়ুন: বুরারিকাণ্ডের ছায়া এবার রাঁচিতে, বাড়ি থেকে মিলল একই পরিবারের ৭ জনের মৃতদেহ
Location :
First Published :
July 31, 2018 10:03 AM IST